বিকাল ৩:৪৪ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

স্ট্যান্ডার্ড ব্যাংকে নতুন চেয়ারম্যান :২৫ বছর পর চেয়ারম্যান পদ থেকে কাজী আকরামের পদত্যাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ আগস্ট ২০২৪

দীর্ঘ ২৫ বছরের বেশি সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যানের পদ ধরে রেখেছিলেন কাজী আকরাম উদ্দিন আহমেদ। শেখ হাসিনা সরকার পতনের পর এবার পদত্যাগ করলেন তিনি। কাজী আকরাম আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য।

২১ আগস্ট ব্যাংকের বোর্ড সভায় কাজী আকরাম পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর ব্যাংকটির নতুন চেয়ারম্যান হয়েছেন আবদুল আজিজ। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৯৬তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন পরিচালকরা।

জানা গেছে, নতুন চেয়ারম্যান হিসেবে পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আবদুল আজিজ আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। আবদুল আজিজ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য। তিনি লায়নস ক্লাব অব ঢাকা প্রগ্রেসিভ আই হসপিটালের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান।

১৯৯৯ সালের ১১ মে যাত্রা শুরু করে ব্যাংকটি। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে স্ট্যান্ডার্ড ব্যাংক। যাত্রা শুরু করার পর থেকে গত ২৫ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন কাজী আকরাম উদ্দিন আহমেদ।

 

এসআই/এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *