স্পোর্টস ডেস্ক
মাঠের পারফরম্যান্সে সময়টা ভালো কাটছে না বাংলাদেশের। গত এক দশকে যে দলের বিপক্ষে জয়টা অভ্যাসে পরিণত হয়ে গেছে, সেই জিম্বাবুয়ের বিপক্ষেও প্রথম টেস্টে হারতে হয়েছে।
দর্শকখরা কাটাতে এবার নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানায় বিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শুরু করে স্কুল শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করা বিনামূল্যে হবে।” এজন্য ছাত্র-ছাত্রীদের জন্য রাখা হয়েছে সহজ শর্ত। বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশের জন্য শিক্ষার্থীদের তাদের নিজ নিজ স্কুল ইউনিফর্ম পরতে হবে এবং একটি বৈধ স্কুল আইডি বহন করতে হবে।
এর আগে দর্শক টানতে সর্বনিম্ন টিকিট মূল্য ৫০ টাকা করেও লাভ হয়নি। এরই মধ্যে এবার বিনামূল্যে মাঠে বসে খেলা দেখার ব্যবস্থা করছে বিসিবি। প্রসঙ্গত, প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে কিছুটা সুবিধাজনক অবস্থানে স্বাগতিকরা।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। সফরকারীদের হয়ে ফিফটি পেয়েছেন নিক ওয়েলচ ও শন উইলিয়ামস। বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল।