সকাল ১১:৩১ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সৌদি থেকে সকালে দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা

বিশেষ সংবাদদাতা
১৭ মার্চ ২০২৫

 

 

ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশে পা রাখাকে ঘিরে যে উত্তাপ ছড়িয়েছে ফুটবল ভক্তদের মধ্যে, সে খবর মুহূর্তেই পৌঁছে গেছে সৌদি আরবের তায়েফে।

মধ্যপ্রাচ্যের এই দেশে ২৯ ফুটবলার নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। ১২ দিন টানা অনুশীলন ও স্থানীয় ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে মঙ্গলবার সকালে দেশে ফিরছেন রাকিব-তপুরা।

বিভিন্ন সময় বক্তব্যে জাতীয় দলের অনেক ফুটবলারই হামজার সঙ্গে দেখা করা এবং ম্যাচ খেলার জন্য মুখিয়ে থাকার কথা বলেছেন। যারা ক্যাম্পে আছেন তাদের সবার সৌভাগ্য হবে না হামজার সঙ্গে খেলার। তবে ঢাকায় ফিরে টিম হোটেলে হামজার সান্নিধ্য পাবেন প্রত্যেক ফুটবলারই।

সবকিছু ঠিক থাকলে ক্যাবরেরা বাহিনী ঢাকায় ফেরার ১২ ঘণ্টা পরই সিলেটের হবিগঞ্জ থেকে ঢাকায় ফিরবেন হামজা। তিনি যোগ দেবেন টিম হোটেলে, রিপোর্ট করবেন ক্যাবরেরার ক্যাম্পে। তারপর ১৯ মার্চ এক সেশন অনুশীলন শেষে ২৩ জনের দল চূড়ান্ত করে শিলংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেবে লাল-সবুজ জার্সিধারীরা।

আগামী ২৫ মার্চ মেঘালয়ের শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচে পূরণ হবে হামজা চৌধুরীর স্বপ্ন। লাল-সবুজ জার্সিতে খেলার জন্যই পরিবারসহ ইংল্যান্ড থেকে উড়ে এসেছেন হামজা চৌধুরী।

 

 

শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *