রাত ৪:৩৪ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সোহিনীর যত লিভ-ইন প্রেমিকেরা

 

বিনোদন ডেস্ক 
১৭ জুলাই ২০২৪  
সোহিনীর যত লিভ-ইন প্রেমিকেরা

২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। তারপর ‘ওগো বধূ সুন্দরী’, ‘অদ্বিতীয়া’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে অভিনয় করেন। ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন তিনি।

২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোহিনী সরকারের। একই বছর ‘ফড়িং’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। এক বছরের বিরতি নিয়ে ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমায় অভিনয় করেও খ্যাতি কুড়ান। তারপর ‘রাজকাহিনী’, ‘হর হর ব্যোমকেশ’, ‘বিবাহ ডায়েরিজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। ২০১৯ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন এই নায়িকা। বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

 

টলিউড অভিনেত্রী সোহিনী সরকার ধরাবাঁধা ছক ভেঙেছেন, নিজের মতো গড়েছেন নিয়ম। নিজের জীবন, নিজের স্বাধীনতা— এ মন্ত্রেই বিশ্বাসী তিনি। তাই তো ব্যক্তিগত জীবনে কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তুমুল আলোচনায় উঠে এসেছেন। আর এসব নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতেও দেখা গেছে তাকে। প্রেমের পাঠ চুকিয়ে এবার গায়ক শোভন গাঙ্গুলিকে বিয়ে করে নতুন অধ্যায় শুরু করলেন। চলুন জেনে নিই, সোহিনীর লিভ-ইন ও প্রেমের গল্পের নানা অধ্যায়।

২০১৭ সালে সোহিনী সরকার জানান, পাঞ্জাবি এক গায়কের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি। তার ভাষায়— ‘একসময় লিভ টুগেদার করেছি। সেটাও কিছুটা বিয়ের মতোই ছিল। বড়লোকের পাঞ্জাবি এক ছেলের সঙ্গে, গানটান গাইত।’ তবে এ সম্পর্ক পরিণয় পায়নি। বিচ্ছেদের মধ্য দিয়ে এ অধ্যায়ের সমাপ্তি ঘটে।

 

অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে বিচ্ছেদের পর মডেল-অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে জড়ান সোহিনী। চুটিয়ে প্রেম করেন তারা; শুধু তাই নয়, করোনার সময়ে চলা লকডাউনে একসঙ্গেও থেকেছেন। অর্থাৎ পূর্বের মতো প্রেমিক রণজয়ের সঙ্গে লিভ-ইন করেছেন সোহিনী। কিন্তু গত বছর ভেঙে যায় রণজয়-সোহিনীর প্রেম। গত বছরের আগস্ট মাসে এ বিচ্ছেদের কথা স্বীকার করেন রণজয়।

রণজয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর গুঞ্জন চাউর হয়, গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সোহিনী। যিশু সেনগুপ্তের উদ্যোগে আয়োজিত ২২ শ্রাবণের অনুষ্ঠানে শোভন-সোহিনীর কাছাকাছি আসা। পরবর্তীতে সোহিনীর মায়ের জন্মদিনে শোভনের উপস্থিতি প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়। শোভনের ফেসবুক প্রোফাইলে সোহিনী সম্পর্কিত একের পর এক পোস্ট তাদের সম্পর্কের গুঞ্জনের আগুনে নিয়মিত ঘি ঢেলে দেয়।

চলতি বছরে বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন সোহিনী-শোভন। কয়েক মাস আগে গুঞ্জন রটেছিল, বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরেছেন এই যুগল। যদিও এই গুঞ্জন ‘মিথ্যা’ বলে দাবি করেন ৩৬ বছর বয়সি সোহিনী। কিন্তু বিয়ের গুঞ্জন থেমে থেমে চলতে থাকে। সর্বশেষ ১৫ জুলাই রেজিস্ট্রি বিয়ে করেন এই জুটি।

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *