রাত ৮:১৯ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সেলিম উদ্দিন : ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থেই শিক্ষাকে যুগোপযোগী করেনি

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি ২০২৫

 

ক্ষমতাসীনরা শুধু নিজেদের স্বার্থেই শিক্ষাকে যুগোপযোগী করে সংস্কার করেনি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা দ্বিধারায় বিভাজিত হওয়ায় স্বাধীনতার দীর্ঘসময় পরও শিক্ষাকে বৈশ্বিক মানে উন্নীত করা সম্ভব হয়নি। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই আমাদের সে অশুভ বৃত্ত থেকে বের হয়ে এসে বিশ্বমান বজায় রেখে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তাহলেই আমাদের কোমলমতি শিক্ষার্থীরা একবিংশ চ্যালেঞ্জ মোকাবেলা করতে সমর্থ হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর মধুবাগ মাঠে রমনা আইডিয়াল দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, আমাদের দেশের বৃহত্তর জনগোষ্ঠীর আবেগ-অনুভূতি, তাহজীব-তামুদ্দন, বোধ-বিশ্বাস অনুযায়ী আমাদের জাতীয় শিক্ষাকে ঢেলে সাজাতে হবে। দেশের সিংহভাগ তথা ৯০ ভাগ মানুষই ধর্মবিশ্বাসে মুসলিম। তাই আমাদের দেশের শিক্ষাকে ইসলামী আদর্শ ও আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয় ঘটানোর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশ ও জাতি গঠনের প্রধান সোপান ও অন্যতম অনুষঙ্গ হচ্ছে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান। তাই দেশে শিক্ষার গুণগত পরিবর্তন ও ভালো শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

তিনি বলেন, ক্ষমতাকেন্দ্রীক অপরাজনীতিই আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলেছে। জনগণের কাছে ভোট নিয়ে ক্ষমতায় এসে ক্ষমতাসীনরা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, ঘুস, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে শুধুই নিজেদের আখের গুছিয়েছে। শিক্ষাসহ রাষ্ট্রের কোনো সেক্টরেই কার্যকর কোনো সংস্কার করা হয়নি। ফলে স্বাধীনতার ৫৩ বছরেও আমাদের শিক্ষাব্যবস্থা ও পদ্ধতি সেই সনাতনী এবং নেতিবাচক বৃত্তেই রয়ে গেছে। জামায়াতে ইসলামী দেশে এমন এক শিক্ষাপদ্ধতি চালু করতে চায় যে ব্যবস্থায় শিশুশ্রেণি থেকে সর্বোচ্চ শ্রেণি পর্যন্ত কোরআন, হাদিস ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করে সুনাগরিক তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। অন্য ধর্মাবলম্বীদের জন্যও নিজ নিজ ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হবে। একজন শিক্ষার্থী ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবেন, ঠিক তেমনিভাবে তিনি আধুনিক শিক্ষায়ও যুগপৎভাবে শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবেন।

তিনি শিক্ষার গুণগত পরিবর্তনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সমাজের সচেতন মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আইডিয়াল দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ড. মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং কালচারাল শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, হাতিরঝিল পূর্ব থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমীন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে আইডিয়াল দাখিল মাদরাসার শিফট ইনচার্জ জামাল উদ্দিন, মাওলানা সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *