রাত ৩:১৬ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুযোগ পেলেই অভিনেতাকে অত্যাচার করেন মিমি!

বিনোদন ডেস্ক
৫ মার্চ ২০২৫

পর্দার মতো বাস্তবেও নাকি প্রয়োজনে হাত চালাতে পিছপা হন না অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাস্তায় দুষ্কৃতীদের ধরে ‘শিক্ষা’ দেওয়া হোক অথবা মুখের উপর সোজাসাপটা কথা বলে দেওয়া – সব ক্ষেত্রেই এগিয়ে আছেন তিনি।

তবে টলিপাড়ার কোন নায়কের উপর সবচেয়ে বেশি জোরজলুম চালান মিমি? সামাজিক মাধ্যমে সেই প্রশ্নের জবাব এবার নিজেই ফাঁস করলেন ‘অত্যাচারিত’ অভিনেতা।

প্রয়োজনে মুখ ও হাত একসঙ্গে চলে মিমি চক্রবর্তীর। কখনও সেটা মজা করে আবার কখনও পরিস্থিতির কারণে। এবার টলিউডের এক পরিচিত অভিনেতার সব পরিশ্রম মাটি করে দিলেন অভিনেত্রী।

বিদেশ থেকে ফিরেই মিমির জোরজুলুম শুরু টলিপাড়ার সেই অভিনেতার উপর। সেই অভিনেতার নাম অনিন্দ্য চট্টোপাধ্যায়।

অনিন্দ্য এবং মিমি চক্রবর্তী একে অপরের খুব ভালো বন্ধু। বিদেশ থেকে ফিরে আসার পর মিমির সঙ্গে দেখা করেন অনিন্দ্য। তখনেই ঘটে বিপদ। রীতিমতো ঘাড় ধরে জোর করে অনিন্দ্যকে একের পর এক মিষ্টি খাইয়ে দিলেন অভিনেত্রী।

যদিও অনিন্দ্য প্রথমে কাতর স্বরে জানিয়েছিলেন, পাঁচ দিন ধরে তিনি নাকি মিষ্টি খাননি। কারণ ডায়েটিং। আর সেই ডায়েটিং-ই এক ঝটকায় মাটি করে দিলেন মিমি। পুরো ঘটনার মুহূর্ত আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনিন্দ্য।

সেখানে দেখা যাচ্ছে, প্রথমদিকে মিমি জোর করে মিষ্টি খাইয়ে দিলেও পরে নিজেই সেই মিষ্টি খাচ্ছেন অনিন্দ্য। কিন্তু অভিনেতার আফসোস একটাই। মন শক্ত করে মিষ্টি না ছুঁয়ে যে ডায়েট চার্ট মানছিলেন, মিমির জন্য সেসব ভণ্ডুল হয়ে গেল।

আর একবার যখন তা নষ্ট হয়েই গেল তখন আর কী… আরও বেশি করে মিষ্টি মুখে পুরলেন অনিন্দ্য! একইসঙ্গে প্রিয় বন্ধুর জন্য ঠিক কী কী ‘অত্যাচার’ সহ্য করতে হয় অনিন্দ্যকে, সেটাও স্পষ্ট বুঝিয়ে দিলেন।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *