রাত ২:৫২ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুইডেনে উচ্চপর্যায়ের বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৪

 

সুইডিশ পার্লামেন্টারি ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনবিষয়ক বিশেষ দূত ইরিনা শুলগিন-নিওনির সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। স্থানীয় সময় বৃহস্পতিবার স্টকহোমে সুইডিশ পার্লামেন্ট ও পররাষ্ট্র দপ্তরে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।

বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম। সঙ্গে ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুল আবেদীন মোহন, কার্যনির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায়) মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন। সুইডিশ পক্ষে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের কর্মকর্তা এলিন এমেরিকস, বৃন্দা গঙ্গোপাধ্যায় লুন্ডমার্ক প্রমুখ।

 

বৈঠকে বিএনপি নেতারা ৫ আগস্ট–পরবর্তী পরিস্থিতি তুলে ধরে সুইডিশ প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। অন্যদিকে সুইডিশ প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশ দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

জা ই / এন জি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *