সকাল ৭:৩৩ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিরিয়ায় মসজিদে পদদলিত হয়ে চারজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫

 

সিরিয়ার বিখ্যাত উমায়াদ মসজিদে পদদলিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানায় রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা সানা নিউজ।

দেশটির সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে, পাঁচ শিশু গুরুতর আহত হয়েছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটল সেটি খুঁজে বের করার চেষ্টা করছে স্থানীয় কর্তৃপক্ষ। রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বলেছেন, কারও গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাসংস্থা এএফপির এক ফটো সাংবাদিক বলেছেন, যেখানে পদদলনের ঘটনা ঘটেছে, সেখানে বিনামূল্যে খাবার বিতরণ করা হচ্ছিল। খাবার নিতে অনেক মানুষ জড়ো হয়েছিলেন।

এপির একটি ভিডিওতে দেখা গেছে, খাবার সংগ্রহ করতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম আল ওয়াতান জানিয়েছে, সামাজিক মাধ্যমের তারকা ও ইউটিউবার আবু ওমর সেখানে খাবার বিতরণ করতে গিয়েছিলেন। তিনি এর আগে ইউটিউবে খাবার প্রস্তুতের একটি ভিডিও প্রকাশ করেন।

গত ৮ ডিসেম্বর স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে ইসলামপন্থি দল হায়াত তাহরির আল শাম। এরপর দেশটিতে দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান হয়। এক যুগের বেশি সময় চলা এ যুদ্ধের কারণে সিরিয়ার অনেক মানুষ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।

 

 

সূত্র: আরব নিউজ/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *