সকাল ১১:৩৯ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিরিয়ায় বিমান হামলা চালালো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ ২০২৫

 

 

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা সিরিয়ার রাজধানীতে ইসরায়েলি অভিযানে একজন নিহত হওয়ার খবর প্রকাশ করে।

পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দামেস্কে ইসলামিক জিহাদের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে কোনো গোষ্ঠীকে দায়মুক্তি দেওয়া হবে না। সেটা হোক দামেস্ক বা অন্য কোথাও। সিরিয়াকে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে দেওয়া হবে না বলেও জানানো হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল দামেস্কের একটি ভবনে হামলা চালিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এই কমান্ড সেন্টারটি ইসরায়েলের বিরুদ্ধে পরিকল্পনা ও নির্দেশনা দেওয়ার জন্য ব্যবহার করা হতো।

এতে আরও বলা হয়েছে, সামরিক বাহিনী গোষ্ঠীগুলোকে সিরিয়ার ভূখণ্ডে নিজেদের অবস্থান তৈরি করতে ও ইসরায়েলের বিরুদ্ধে কাজ করতে দেবে না।

ইসলামিক জিহাদের একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি জেট তাদের একটি ভবনে আঘাত হেনেছে এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে।

ব্রিটিশভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী দামেস্কে একটি ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন।

 

সূত্র: এএফপি/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *