রাত ৪:৫৩ | শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাবিনা ইয়াসমিনের অবস্থার অবনতি, আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর

অনলাইন ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫

 

 

দীর্ঘদিন পর মঞ্চে ফিরে গান পরিবেশনের সময় অসুস্থ হয়ে পড়েন দেশ বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। দ্রুত তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে শনিবার সকালে তাকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। শারীরিক অবস্থা আরও অবনিত হওয়ায় বর্তমানে তিনি হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা সঙ্গীতশিল্পী দীঠি আনোয়ার।

তিনি বলেন, সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে রাজধানীর একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে আইসিইউ নেওয়া হয়। এরপর বিকালে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়।

এর আগে শুক্রবার সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ বলেন, সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

উল্লেখ্য, কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন। এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি। এ সময় তিনি চিকিৎসাধীন ছিলেন।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *