রাত ১২:০৪ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাফের দল ঘোষণা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪

 

 

বাংলাদেশের নারী ফুটবলের সেরা সাফল্য ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপ জয়। বছর দুয়েক পর আবার সে টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ। তার আগে সোমবার (১৪ অক্টোবর) ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার।

সেই সাফজয়ী নারী দলের সঙ্গে বর্তমান দলের পার্থক্য দৃশ্যমান। সেবার ডাগআউটে ছিলেন দেশের নারী ফুটবলের সফলতম কোচ গোলাম রব্বানী ছোটন। তার জায়গায় এখন সাবিনা-সানজিদাদের কোচের দায়িত্বে ব্রিটিশ পিটার বাটলার।

এছাড়া সাফজয়ী দলের আঁখি খাতুন, সিরাত জাহান স্বপ্নারাও এবার আর দলের সঙ্গে নেই।

সাফজয়ী দলের সঙ্গে এই দলের পার্থক্য সম্পর্কে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আঁখি এবং স্বপ্নাকে অবশ্যই মিস করব। তবে নতুন যারা আসছে, তারা সেই শুন্যস্থান পূরণের চেষ্টা করবে।’

এদিকে সাফের প্রস্তুতির জন্য বেশকিছু ম্যাচ আয়োজনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রস্তুতির ঘাটতি নিয়ে তাই আক্ষেপ ঝরেছে সাবিনার কণ্ঠে, ‘কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। এরপরও লক্ষ্য থাকবে নিজের সেরাটা দেয়ার।’

সহ-অধিনায়ক মারিয়া মান্ডা জানিয়েছেন টুর্নামেন্ট থেকে দলের প্রত্যাশার কথা, ‘আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। যেন শিরোপা নিয়ে পুনরায় দেশে ফিরতে পারি।’

এবারের আসরে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। এই গ্রুপে শীর্ষ দুই দলের মধ্যে থাকলেই মিলবে সেমিফাইনালের টিকিট। সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। তবে বাংলাদেশ অধিনায়ক ম্যাচ-বাই-ম্যাচ ভাবতে চান, ‘’এবারের সাফটি বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে। ভারতকে গতবার হারিয়েছিলাম। এবার তারা প্রস্তুতি নিয়েই আসবে। টুর্নামেন্টটি সহজ হবে না। আমরা ম্যাচ-বাই-ম্যাচ এগিয়ে যাব।’

সাফের বাংলাদেশ দল

রুপনা চাকমা, মাসুরা পারভীন, আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, নীলুফা ইয়াসমিন নীলা, আইরিন খাতুন, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, স্বপ্না রানী, মাতসুশিমা সুমাইয়া, সানজিদা আক্তার, মুনকি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, কৃষ্ণা রানী সরকার, মোসাম্মৎ ইয়ারজান, মিলি আক্তার, মোসাম্মৎ সাগরিকা।

 

টিআই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *