রাত ১০:৩৯ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাইফের কাছে ক্ষমা চেয়ে করা পোস্ট মুছে ফেলায় তোপের মুখে উর্বশী

বিনোদন ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫

 

 

মুম্বাইয়ে নিজের বাসায় ছুরিকাহত হয়েছেন বলিউডের অভিনেতা সাইফ আলী খান। সে ঘটনা নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। কিন্তু ঘটনার গভীরতা অনুধাবন করতে না পেরে সে প্রশ্নের বেশ অসংবেদনশীল জবাব দিয়ে বসেন তিনি।

সাইফের ঘটনা নিয়ে একবাক্যে উর্বশী বলেন, ‘এটা দুঃখজনক।’

এরপরই নিজের সিনেমা ‘ডাকু মহারাজ’-এর সাফল্য এবং বাবা-মা’র কাছ থেকে উপহার পাওয়া গহনার ফিরিস্তি শোনানো শুরু করেন এই অভিনেত্রী। বলেন, ‘ডাকু মহারাজ বক্স অফিসে ১০৫ কোটির বেশি আয় করেছে। মা আমাকে হীরায় মোড়ানো একটি রোলেক্স ঘড়ি গিফট করেছিল আর বাবা হাতের ছোট ঘড়িটা দিয়েছে। তবে এগুলো পড়ে বাইরে যাই না। মনে হয় কেউ যদি এগুলোর জন্য আমার ওপর হামলে পড়ে।’

এই বক্তব্য নিয়ে নেটদুনিয়ায় প্রতিক্রিয়া সৃষ্টি হলে পরে দীর্ঘ এক পোস্ট দিয়ে সাইফের কাছে ক্ষমা চান উর্বশী। সেখানে উর্বশী জানান, তিনি ঘটনার গভীরতা অনুধাবন করতে পারেননি। নিজের অজ্ঞতা এবং অসংবেদনশীলতার জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। ভবিষ্যতে নিজের বুদ্ধি-বিবেচনার ব্যাপারে আরও যত্নশীল হওয়ার প্রতিশ্রুতি দেন এই অভিনেত্রী।

তবে ক্ষমা চেয়ে দেওয়া পোস্টটি মুছে ফেলে ফের বিতর্কের জন্ম দিয়েছেন উর্বশী।

তার পোস্ট মুছে ফেলার প্রতিক্রিয়ায় একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘ক্ষমা চেয়ে আবার সে পোস্ট ডিলেট করে দেওয়া? এটা কি রসিকতা নাকি পাবলিসিটি স্টান্ট?’

আরেক নেটিজেন লিখেছেন, ‘মনে হচ্ছে উর্বশী শুধু আলোচনায় থাকার জন্য এসব করছে। এটাকে ঠিক ক্ষমা চাওয়া মনে হচ্ছে না।’ অপর এক নেটিজেনের মন্তব্য, ‘পোস্ট যদি ডিলেট-ই করে ফেলবেন, তাহলে ক্ষমা চাওয়ার কি দরকার ছিল?’

পোস্ট মুছে ফেলার কারণ সম্পর্কে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছুই জানাননি উর্বশী।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই নিজের বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন সাইফ আলী খান। এই হামলায় ঘাড়, পিঠ এবং কোমরে আঘাত পান তিনি। এখন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার চিকিৎসা চলছে।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *