রাত ১২:৩৩ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাইফের ওপর হামলার সময় স্ত্রী-সন্তানেরা কোথায় ছিলেন

বিনোদন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫

ছুরিকাঘাতে মারাত্মক আহত বলিউড অভিনেতা সাইফ আলি খান হাসপাতালে চিকিৎসাধীন। গত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে হামলার শিকার এই অভিনেতা মারাত্মকভাবে জখম হয়েছেন। জানা গেছে, গত রাতে ঘটনার সময় বাড়ির বাইরে ছিলেন তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে সাইফ আলী খানের স্ত্রী গত রাতে বাড়িতে ফেরেননি। তাকে দেখা গেছে বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে এক রাতের পার্টিতে। ওই পার্টিতে ছিলেন কারিনার বোন কারিশমা কাপুর, সোনম কাপুর, রেহা কাপুর। বাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনার ঘণ্টাখানেক আগে সেই পার্টি থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন কারিনা। ছবি দেখে অনুমান করা হচ্ছে যে, রাতে বাড়ির বাইরেই ছিলেন এই অভিনেত্রী। যদিও রাতে তার বাড়ির বাইরে অবস্থান বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এমনকি কারিনাও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিবৃতি দেননি।

কী বলছে পুলিশ
পুলিশটা জানিয়েছে, রাতে সাইফের বাড়িতে অনুপ্রবেশকারী দুর্বৃত্তের সঙ্গে গৃহপরিচারকদের বাকবিতণ্ডা হয়। উত্তেজিত কথাবার্তার আওয়াজে ঘুম ভেঙে যায় সাইফের। উঠে এসে সাইফ তাকে ধরার চেষ্টা করলে দুজনার মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় ওই দুর্বৃত্তের ছুরির আঘাতে আহত হল সাইফ আলি খান।

পুলিশ জানিয়েছে বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনা খতিয়ে দেখছে তারা। সাইফ আলি খানের বাড়ির এই ঘটনা তদন্তে কয়েকটি টিম গঠন করা হয়েছে। স্থানীয় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। সাইফ আলি খান শরীরের কোথায় কোথায় আঘাত পেয়েছেন তা এখনো নিশ্চিত করে জানায়নি কোন পক্ষ। তবে তিনি আপাতত শংকামুক্ত বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিনেতা সাইফ আলি খানের বাড়ির ঘটনায় উদ্বিগ্ন সবাই। তার কারণ অভিজাত এলাকার বাসিন্দারা এখন আর নিরাপদ বোধ করছেন না। অন্যদিকে বলিউড তারকা সাইফ আলি খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তার অনুরাগীরা।

কাজের খবর হচ্ছে, সাইফ আলি খানকে সর্বশেষ দেখা গেছে একাধিক ভাষায় মুক্তি পাওয়া তেলেগু ছবি ‘দেবারা’য়। ছবিটির প্রধান চরিত্রাভিনেতা জুনিয়র এনটিআর। পরবর্তীতে সাঈফকে দেখা যাবে সিদ্ধান্ত আনন্দের ‘জুয়েল থিফ: দ্য রেড সান চ্যাপ্টার’ ছবিতে।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *