নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২৫
দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদের বাবা রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুল হক ভূইয়া মুত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহী ওয়া উন্না ইলাইহী রাজিউন। আজ মঙ্গলবার বেলা ১১টায় উত্তরা দক্ষিণখান নিজ বাসায় ৯৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রোস্টেট ক্যান্সারসহ নানাবিধ জটিল রোগে ভুগছিলেন।
আজ বাদ এশা ফেনী সদর উপজেলার উত্তর লক্ষীপুর গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মাহবুবুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মাহবুবুল হক ভূইয়ার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
মাহবুবুল হক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
জাপা চেয়ারম্যান বলেন, মাহবুবুল হক ভূঁইয়া একজন সরকারি কর্মকর্তা হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমরণ তিনি সেবার মনোভাব বজায় রেখেছেন। অবসরে দরদী মন নিয়ে হতদরিদ্র, প্রতিবেশি ও স্বজনদের পাশে ছিলেন তিনি।
দেশের অন্যতম রাজনৈতিক প্রতিবেদক সেলিম জাহিদের বাবার মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপির মিডিয়া সেল ও অন্যান্য অনেক সাংবাদিক।
এদিকে সেলিম জাহিদের পিতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোক প্রকাশ করেছেন ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি ফয়েজ উল্লাহ ভূইয়া ও সাধারণ সম্পাদক আদিত্য আরাফাত। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের দস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জা ই / এনজি