রাত ৪:২১ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সমুদ্রে হারিয়ে যাওয়ার ৯৫ দিন পর জেলেকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৫

 

সমুদ্রে হারিয়ে যাওয়ার ৯৫ দিন পর পেরুর এক জেলেকে প্রশান্ত সাগর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। পেরুর রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম আন্দিনা শনিবার (১৫ মার্চ) এ তথ্য জানায়।

ম্যাক্সিমো নাপা কাস্ত্রো নামে ৬১ বছর বয়সী এই জেলে গত বছরের ৭ ডিসেম্বর উপকূলীয় শহর মারকোনা থেকে নিজের নৌকা নিয়ে সমুদ্রে যান। তবে ঝড়ো আবহাওয়ার কারণে তিনি তার পথ ও গন্তব্য হারিয়ে ফেলেন।

দীর্ঘ ৯৫ দিন পর গত ১১ মার্চ উত্তর পেরুর উপকূলীয় সমুদ্র অঞ্চল থেকে তাকে উদ্ধার করে ইকুয়েডরের একটি মাছ ধরার নৌকা। ওই সময় তিনি পানিশূন্যতায় ভুগছিলেন এবং তার অবস্থা বেশ খারাপ ছিল।

উদ্ধার হওয়ার পর এই বৃদ্ধ জেলে স্থানীয় সংবাদমাধ্যমকে কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি বেঁচে থাকতে নৌকায় বৃষ্টির পানি জমিয়ে সেগুলো পান করেছেন। এছাড়া ক্ষুধা নিবারণের জন্য খেয়েছেন পোকা, পাখি এবং একটি কচ্ছপ।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ধার হওয়ার আগের ১৫ দিন তিনি খাওয়ার জন্য কিছুই পাননি।

তিনি আরও জানিয়েছেন, বেঁচে থাকার জন্য সবসময় তিনি পরিবারের কথা মাথায় রেখেছেন। তিনি বলেছেন, “আমি নিজেকে বলতাম, আমি আমার মায়ের জন্য বেঁচে থাকতে চাই, মরতে চাই না। আমার একটি নাতনি আছে, যার বয়স মাত্র কয়েক মাস। প্রতিদিন মায়ের কথা চিন্তা করেছি।”

উদ্ধারের পর তাকে নিয়ে যাওয়া হয় ইকুয়েডর সীমান্তবর্তী হাসপাতাল নুয়েস্ত্রা সেনোরা ডে লাস মারসেডেসে। গতকাল শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

 

 

সূত্র: সিএনএন/ জ উ/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *