সকাল ১০:২৯ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সবার সামনেই ‘প্রাক্তন’ শাহিদকে জড়িয়ে ধরলেন কারিনা

বিনোদন ডেস্ক
৮ মার্চ ২০২৫

 

কারিনা কাপুর ও শাহিদ কাপুর। একসময় তাদের প্রেম ছিল বলিউডের অন্যতম চর্চিত বিষয়। কাপুর পরিবারের মেয়ে কারিনা আর শাহিদ কাপুরের সম্পর্ক নিয়ে তখন ভক্তদের আগ্রহ তুঙ্গে।

এমনকি রণধীর কাপুরও শাহিদকে প্রায় জামাই হিসেবেই মেনে নিয়েছিলেন। কিন্তু হঠাৎ সেই সম্পর্কে ফাটল ধরে। বিচ্ছেদের পর দু’জনেই আলাদা পথে হাঁটেন। আজ দু’জনেই সুখী দাম্পত্য জীবনে।

তবে প্রেম ভাঙার পর দুজনকে খুব একটা সঙ্গে দেখা যায়নি। ‘উড়তা পাঞ্জাব’-এ একসঙ্গে কাজ করলেও তাদের কোনও দৃশ্য ছিল না একে অপরের সঙ্গে। এমনকি ছবির প্রচারেও তারা দূরত্ব বজায় রেখেছিলেন।

তবে সেই অতীত পেছনে ফেলে, শনিবার জয়পুরে আয়োজিত আইফা ২০২৫-এর সাংবাদিক সম্মেলনে ঘটল চমকপ্রদ ঘটনা।

বহু বছর পর একে অপরের মুখোমুখি হয়ে জড়িয়ে ধরলেন শাহিদ কাপুর ও কারিনা কাপুর খান। শুধু আলিঙ্গনই নয়, পাশাপাশি দাঁড়িয়েও ক্যামেরার সামনে পোজ দিলেন তারা।

এই মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয় চরম উত্তেজনা। এক ভক্ত লিখেছেন, “নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না!” আরেকজনের মন্তব্য, “অলৌকিক ব্যাপার!”

কেউ আবার লিখলেন, “যাব উই মেট পার্ট ২ চাই!” তবে অনেকেই লক্ষ্য করেছেন, আলিঙ্গনের পরও শাহিদের মধ্যে খানিকটা অস্বস্তি ছিল।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কারিনাকে শাহিদকে এড়িয়ে যেতে দেখা গিয়েছিল। শাহিদ হাসার চেষ্টা করলেও কারিনা পাশ কাটিয়ে চলে যান। কিন্তু এবার তাদের একসঙ্গে দেখে সত্যিই অবাক নেটিজেনরা। হয়তো বহু বছরের দূরত্ব এবার শেষ হওয়ার ইঙ্গিত!

 

 

ফা আ/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *