সকাল ১০:৩৭ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সংসার ভাঙল নির্মাতা দীপংকর দীপনের

বিনোদন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪

 

সংসার ভেঙেছে চিত্রনির্মাতা দীপংকর দীপনের। রোববার (৮ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে স্ত্রী সংযুক্তা মিশুর সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়েছেন তিনি।

বিচ্ছেদের ঘোষণা দিয়ে দীপন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা (দীপংকর দীপন ও সংযুক্তা মিশু) সবাইকে অবগত করতে চাই পারস্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি’।

 

বিচ্ছেদের বিষয়টি নিয়ে কোন প্রশ্ন না তোলার অনুরোধ জানিয়ে দীপন যোগ করেন, ‘বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের আগ্রহ ও ভালবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি এই বিষয়ে আমাদের কোন প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য’।

জানা যায়, দীর্ঘদিন ধরেই আলাদা থাকতেন দীপন ও তার স্ত্রী সংযুক্তা মিশু। গত বছর সামাজিক মাধ্যমে এক অভিনেত্রীর একটি পোস্ট ঘিরে তাদের দূরত্বের বিষয়টি জানাজানি হয়।

২০১৭ সালে দীপংকর দীপন নির্মিত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা চার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এরপর তার নির্মিত ‘অপারেশন সুন্দরবন’, ‘অন্তর্জাল’ সিনেমাও দর্শকমহলে সাড়া জাগায়।

 

টিআই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *