রাত ৪:২৮ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার নামে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি ২০২৫

শেখ পরিবারের নামে থাকা ১৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের পর এবার শেখ হাসিনার নামে থাকা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগমের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কিশোরগঞ্জের শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র নাম পরিবর্তন করে ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামকরণের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে ১০৮তম হিসেবে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের অনুমোদন দেয় সরকার। তখন বিশ্ববিদ্যালয়টি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামে অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন পায়।

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *