নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২৫
ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ী দরবারে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার।
দুপুর ১২টায় শুরু হয়ে সারা রাত দেশের বিশিষ্ট আলেমগণ মাহফিলে বক্তব্য রাখবেন।
শনিবার ফজরের নামাজের পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আড়াইবাড়ীর মরহুম পীর হযরত আবু ছাঈদ আছগর আহমদ আল কাদেরী (র.) মৃতুব্যবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এ বছর ৮৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করবেন মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী।
আয়োজকরা জানান, মরহুম পীর হযরত মাওলানা গোলাম হাক্কানী (র.) সময় থেকে এই ওয়াজ মাহফিল আয়োজন করা হয়ে থাকে। তার মৃত্যুর পর মরহুম পীর মাওলানা গোলাম সারওয়ার সাঈদী মাহফিল আয়োজন করতেন।
জা ই/ এনজি