নিজস্ব প্রতিবেদক
০৩ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (৩ আগস্ট) বাদ আছর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব চত্বর প্রদক্ষিণ করে মিছিলটি।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম দেশব্যাপী গণহত্যা, গণগ্রেফতার ও জুলুম-শোষণের বিরুদ্ধে ‘একদফা’ তথা সরকারের পদত্যাগের দাবিতে আগামী সোমবার (৫ আগস্ট বেলা ১১টায় ‘ঢাকায় গণমিছিল’ কর্মসূচির ঘোষণা দেন।
মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু করে দোয়েল চত্বর, পররাষ্ট্র মন্ত্রণালয়, পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড়ে এসে মোনাজাতের মধ্যে মিছিল শেষ হয়।
জা ই / এনজি