রাত ২:৫৯ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শাহরুখের পর এবার সুহানার মা হচ্ছেন দীপিকা

বিনোদন ডেস্ক
৭ এপ্রিল ২০২৫

 

২০০৭-এ বলিউডে পা দিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তারপর থেকে সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পোক্ত করেন। লম্বা ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তক্তদের প্রশংসা কুড়িয়েছেন।

সদ্য কন্যাসন্তানের মা হয়েছেন দীপিকা। কিন্তু এর মধ্যেই তার আবারও মা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। আর সেই মা হওয়ার খবর নিয়ে বেশ উৎসাহী বলিউড।

তবে বাস্তবে নয়, পর্দায় মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। কিং সিনেমায় শাহরুখের মেয়ে সুহানা খানের মায়ের চরিত্র দেখা যাবে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করলেও কাহিনিতে বেশ গুরুত্ব রয়েছে দীপিকার। বিশেষ এই চরিত্রের জন্য শাহরুখ খান এবং সিদ্ধার্থ আনন্দ দু’জনেরই পছন্দ ছিলেন দীপিকা। স্ক্রিনে খুব বেশি সময়ের জন্য থাকতে পারবেন না জেনেও সানন্দে এই প্রস্তাবে রাজি হয়ে যান অভিনেত্রী।

এর আগে ‘জওয়ান’ ছবিতে শাহরুখের মায়ের ভূমিকায় দেখা গেছিল দীপিকা পাড়ুকোনকে। তবে এই প্রথম পর্দায় এক যুবতী কন্যার মা হতে চলেছেন তিনি।

নির্মাতাদের তরফ থেকে ‘কিং’-এর কাহিনি সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। তবে এটি যে প্রতিহিংসা সংক্রান্ত অ্যাকশন থ্রিলার হতে চলেছে, সেটা নিশ্চিত।
ফ্রেঞ্চ ক্ল্যাসিক ‘লিওন’ থেকে কিছুটা অনুপ্রেরণা নিয়ে ২০০০ সালে তৈরি হয়েছিল ‘বিচ্ছু’। সেই ছবির খানিক ধাঁচ পাওয়া যাবে ‘কিং’-এ।

এই ছবিতে সুহানা খানের মা-বাবার চরিত্রে প্রথমে তাব্বু এবং সাইফ আলি খানের কথা ভাবা হয়েছিল। পরিচালক সুজয় ঘোষ প্রাথমিক ভাবে এই ছবি থেকে সরে গেলে সিদ্ধার্থ আনন্দ পরিচালনার দায়িত্বভার নেন। বাস্তবের বাবাই ছবিতে সুহানা খানের বাবার চরিত্রে অভিনয় করবেন, এটা স্থির হওয়ার পর থেকেই লাইমলাইটে চলে আসে শাহরুখের অ্যাকশন প্যাকড ছবি।

এই মুহূর্তে পুরোদমে চলছে ছবির প্রি প্রোডাকশন। সম্ভবত পরের মাস থেকেই শ্যুটিং ফ্লোরে আসতে চলেছে এই ছবি। সব ঠিকঠাক থাকলে ২০২৬-এই মুক্তি পাবে শাহরুখ-সুহানা অভিনীত ‘কিং’।

‘ওম শান্তি ওম’ দিয়ে শাহরুখ এবং দীপিকার যাত্রা শুরু হওয়ার পর এটি তাদের ৬ নম্বর সিনেমা। ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর পর ‘কিং’ তাদের একসঙ্গে পরপর তিন নম্বর ছবি হতে চলেছে।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *