ভোর ৫:০১ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শাহরুখকন্যা সুহানা কত টাকার মালিক?

বিনোদন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪

 

 

বলিউড তারকাদের কার কত অর্থকড়ি এবং কে কত টাকার সম্পত্তির মালিক— এটা জানার আগ্রহ যেমন ভক্ত-অনুরাগীদের, ঠিক তেমনই তারকাদের সন্তানরাও কে কত টাকার মালিক এ নিয়েও একই ভাবনা সিনেপ্রেমীদের।

আমরা এবার তারকার তারকা, অর্থাৎ বলিউড বাদশাহ শাহরুখকন্যা কত টাকার মালিক হতে পারেন, সেটির ধারণা আমাদের অনেকেরই নেই। আমাদের জানার আগ্রহ আছে। তারকাদের উত্তরসূরি হিসেবে শাহরুখ খানের কন্যা সুহানা খান কত টাকার মালিক হতে পারেন। কিন্তু অনেক তারকা সন্তান আছেন, যারা বাবা-মায়ের সম্পদ নয়, বরং নিজের উপার্জনকে সম্পদ বলে মনে করেন। তেমনই সুহানা খানও ভাবেন।

বলিউডে এখন অনেক তারকার সন্তান স্বাবলম্বী। কেউ আছেন মডেলিংয়ে, কেউ অভিনয়ে, আবার কেউ পরিচালনায়। তারা কখনো অভিনয় করে পারিশ্রমিক নিচ্ছেন, আবার কাউকে দিয়ে অভিনয় করিয়ে পারিশ্রমিক দিচ্ছেন। তাদের কেউ আবার ব্যবসাও করছেন এসবের পাশাপাশি।

সবেমাত্র বলিউডে পা রেখেছেন বলিউড কিং খান শাহরুখ খানের কন্যা সুহানা খান। ‘দ্য আর্চিজ’ সিনেমা দিয়েই অভিষেক এ স্টারকিডের। সঙ্গে ছিল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। সেই থেকে মাঝে মধ্যেই তাদের একসঙ্গে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে। যদিও তাদের সম্পর্ক নিয়েও কৌতূহলের শেষ নেই।

তবে জানা গেছে, অমিতাভের নাতির চেয়েও অনেক বেশি আয় সুহানা খানের। ক্যারিয়ারের শুরু থেকেই মডেলিংয়ে ব্যস্ত শাহরুখকন্যা। ফলে তৈরি হয়েছে পরিচিতি। বেশ কিছু ইভেন্টে কাজও করেছেন। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত সুহানা। এক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ডের মুখ সুহানা খান। সেই থেকে বেশ মোটা টাকাই আয় করেছেন এ স্টারকিড।

জানা যায়, নিজের আয় থেকেই সুহানা খান ১২ থেকে ১৩ কোটি রুপির মালকিন। বলা যায়, শুরুটা ভালোই হয়েছে তার। বিজ্ঞাপনের মুখ হওয়ায় মাসিক আয়ও কম হয় না তার।

অন্যদিকে অগস্ত্য এতদিন এতটা দর্শকদের চোখের সামনে ছিলেন না। তাই তিনি খুব একটা সম্পত্তি তৈরি করে উঠতে পারেননি এখন পর্যন্ত। ফলে তার ঝুলিতে রয়েছে মাত্র ১ থেকে ২ কোটি টাকা। তবে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ইতোমধ্যে বেশ চর্চিত। দুই বাড়িতে আসা-যাওয়াও রয়েছে তাদের।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *