জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৫
, ১৪:৫০
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই চীনা যাত্রীর শরীর থেকে ৩১টি মোবাইল জব্দ করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।
শনিবার (১৯ এপ্রিল) কাস্টমসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। যাত্রীদের নাম-ট্যান লেই ও রাং মিয়ামি।
কাস্টম হাউস সূত্র জানায়, জব্দ করা মোবাইলগুলো আমদানি নিষিদ্ধ পণ্যের আওতায় পড়ে। যাত্রীরা বিমানবন্দরে আসার সময় কোনো ধরনের ব্যাগেজ ঘোষণা দেননি। যাত্রীদের মধ্যে ট্যান লেইয়ের শরীর থেকে ১১টি ও রাং মিয়ামির কাছ থেকে ২০টি মোবাইল সেট পাওয়া যায়। যা কৌশলে শরীরের বিভিন্ন অংশে স্কচটেপ দিয়ে লাগানো ছিল । এছাড়া রাং মিয়ামির কাছ থেকে ১৮ কেজি জিনসেং জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইলগুলোর মধ্যে অধিকাংশ রেডমি সিরিজের। কাস্টমস আইন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিয়ম রয়েছে, যা এই যাত্রীর ক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে বলে উল্লেখ করা হয় ডিটেনশন মেমোতে।
ঘটনার পর যাত্রীদের একটি ব্যবহৃত মোবাইল ও সিম কার্ড রেখে বাকি মোবাইলগুলো জব্দ করে কাস্টমস হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
জা ই / এনজি