সকাল ১১:২২ | মঙ্গলবার | ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শাকিব খানের ‘তাণ্ডব’ থেকে বাদ পড়ার কারণ জানালেন সেই অভিনেত্রী

বিনোদন ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫

 

দেশের শোবিজ অঙ্গনে অনৈতিকতার অভিযোগ তুলে ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী নিদ্রা দে নেহা। অবশ্য এই ঘোষণার আগেই শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’-এ তার অভিনয়ের খবর প্রকাশ হয়। তাই ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণার পর অনেকের মনে প্রশ্ন জাগে, তাহলে কি ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করছেন না তিনি?

এবার নিদ্রা নিজেই সে প্রশ্নের জবাব দিয়েছেন। দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে নেহা বলেন, ‘ছবিটির নাম আমি আর বলতে চাইছি না। একদিন শুটিংও করেছি। আমার বাবা ক্যানসারের রোগী। চিকিৎসার জন্য তাকে মুম্বাই নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কাজটির জন্য আমি সব বাদ দিই। ফ্লাইটের টিকিট বাতিল করে তাদের মে পর্যন্ত টানা দুই মাসের ডেট দিই। ঈদের আগে একদিন শুটিংও করি।’

‘এরমধ্যে এক পত্রিকার রিপোর্টার আমার কাছে নতুন কাজ সম্পর্কে জানতে চাইলে ছবিটির কথা বলি। এরপর নিউজ হলো। আমাকে নায়িকা বানিয়ে দেওয়া হলো। আমি তখনও নিউজটি দেখিনি। কিন্তু ছবি সংশ্লিষ্টরা মনে করলেন আমি নিউজ করিয়েছি। আমার সঙ্গে চেচামেচি করলেন। আমি বললাম, করাইনি। এরপর যা ঘটার ঘটল’-যোগ করেন এই অভিনেত্রী।

নেহার মতে, সিনেমার খবরটি জানালেও তাকে বাদ দেওয়ার মত কাজ তারা করতে পারেন না। এটা পুরোপুরি অপেশাদারিত্ব। কারণ তারা অফিসিয়ালি কখনো বিষয়টি গোপন রাখার নির্দেশনা দেননি।

তার ভাষায়, ‘যদি আমি নিউজ করিও তবুও তো তারা আমার সঙ্গে এরকম করতে পারেন না। কেননা আমাকে তো বলা হয়নি যে নিউজ করা যাবে না। সাধারণত কাজের ক্ষেত্রে টিম যদি কোনোকিছু গোপন রাখার প্রয়োজন বোধ করে তবে আর্টিস্টের সঙ্গে বসে আলোচনা করে। কিন্তু আমাকে এ ব্যাপারে কিছু বলা হয়নি। চুক্তিপত্রে সাইন করার কথা ছিল। হয়তো সেখানে লেখা থাকত। কিন্তু তাড়াহুড়া করে কাজটি শুরু করা হয়। সাইন করার সময়টা-ই ছিল না। ঈদের পর চুক্তিপত্রে স্বাক্ষরের কথা ছিল। এছাড়া তাদের পক্ষ থেকে কেউ আমাকে কাজটির কথা গোপন রাখতে বলেওনি।’

২০২০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে আবির্ভাব নেহার। সে প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন তিনি। এরপর বিজ্ঞাপন, নাটক, ওয়েব সিরিজ ও সিনেমায় সমানতালে কাজ করেছেন তিনি। তবে ক্যারিয়ারের বয়স যখন মাত্র ৫ বছর হলো, তখনই তার প্রতিভার সঠিক মূল্যায়ন হচ্ছে না–এমন অভিযোগ করে ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *