সকাল ৭:০৯ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শাকিবের সঙ্গে তুফানে দেখা যায়নি তমাকে

বিনোদন ডেস্ক
১৪ জুলাই ২০২৪

 

 

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি। ইতোমধ্যে তার নির্মিত প্রতিটি চলচ্চিত্রে হিটের তকমা লেগেছে। তার পরিচালনায় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তুফান’। ১৫ দেশে মুক্তি পেয়েছে ‘তুফান’। এবার এ ছবিকে কেন্দ্র করে আলোচনা চলছে তমা মির্জাকে নিয়ে। তবে সিনেমাটিতে অভিনয় করেননি এই নায়িকা। রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন তমা। তুফানেও অভিনয় করার কথা ছিল তার। তবে পরবর্তীতে তিনি আর কাজ করেননি সিনেমাটিতে।

তমা বলেন, ‘তুফান’ টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল আমাকে। বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম আমি। আমাকে সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু পরে কী মনে করে যেন কাজটি আর করিনি। সিনেমাটি মুক্তির পর দেখলাম, জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে। দর্শকও বেশ ভালোভাবেই গ্রহণ করেছে তাকে।

এই অভিনেত্রী আরও বলেন, নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখনই কিছু বলতে পারছি না। কিছুদিনের মধ্যে পরবর্তী কাজের ঘোষণা দেব।

রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ সিনেমায় (ওয়েব ফিল্ম)। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়। গতবছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা।

 

 

ফা আ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *