রাত ১০:৫৭ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

‘শরতের জবা’ দিয়ে কুসুমের নির্মাণ যাত্রা

বিনোদন ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫

 

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৪ জানুয়ারির প্রদর্শনীতে জাতীয় জাদুঘর প্রধান মিলনাতয়নে দেখলাম ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদারের ছবি ‘শরতের জবা’। এটি কুসুম সিকদারের নির্মাতা হিসেবে ডেব্যু চলচ্চিত্র। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন কুসুম সিকদার নিজেই। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও পহড়ডাঙ্গা পিকচার্সের ব্যানারে ছবিটি কুসুম শিকদার ও ফরিদুর রেজা সাগর যৌথভাবে প্রযোজনা করেছেন।

২০১৬ সালে গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ সিনেমায় পর এই চলচ্চিত্রের মাধ্যমে প্রায় আট বছর পর বড়পর্দায় ফিরলেন কুসুম সিকদার। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কুসুম সিকদার ও ইয়াশ রোহান। ছবিটি এক নারীর রহস্যময় মনস্তাত্ত্বিক জীবন নিয়ে রচিত। যেখানে ওই নারীর অতৃপ্ত প্রেম ও অপ্রত্যাশিত মৃত্যুজনিত কারণে তার মানসিক ট্রমাকে চিত্রায়িত করা হয়েছে। অনেকটা ভৌতিক ঘরানার এই ছবিতে জবা চরিত্রে কুসুম সিকদার অভিনয়ে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। শরত চরিত্রে ইয়াশ রোহানও দুর্দান্ত অভিনয় করেছেন।

‘শরতের জবা’ দিয়ে কুসুমের নির্মাণ যাত্রাকুসুম সিকদার

‘শরতের জবা’ সিনেমায় অন্যান্য চরিত্রের মধ্যে শহীদুল আলম সাচ্চু, জীতু আহসান, নিদ্রা নেহা, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী, হাসনাত রিপন প্রমুখের অভিনয়ও ছিল দৃষ্টিকাড়ার মতো। ছবিটির উপদেষ্টা পরিচালক ছিলেন সুমন ধর। খয়ের খন্দকারের চিত্রায়ন ছিল চোখে পড়ার মতো। এছাড়া খৈয়াম সানু সন্ধির ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লেগেছে। মাহফুজুল হক আশিকের সম্পাদনায় ছবির ভিএফএক্স ছিল দৃষ্টিকাড়ার মতো।

‘শরতের জবা’ দিয়ে কুসুমের নির্মাণ যাত্রাকুসুম সিকদার

কিছু কিছু সংলাপ ছবিটির প্রত্যাশাকে কিছুটা ম্লান করেছে বলে মনে হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে ছবির লোকেশান। ছবিতে বেলী চরিত্রে নিদ্রা নেহা বেশ সাহসী শট দিয়েছেন। মনস্তাত্ত্বিক থ্রিলার ছবিটির জবা চরিত্রে কুসুম সিকদার আবারও নিজের অভিনয় দক্ষতা দারুণভাবে তুলে ধরেছেন।

 

২০১৭ সালে প্রকাশিত কুসুম সিকদারের লেখা ‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থ থেকে ‘শরতের জবা’ গল্পটিকেই কুসুম সিকদার চলচ্চিত্রে রূপ দিয়েছেন। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর ছবিটির টিজার প্রকাশিত হয় এবং ১১ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়। শিগগিরই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

‘শরতের জবা’ দিয়ে কুসুমের নির্মাণ যাত্রাকুসুম সিকদার

‘শরতের জবা’ ডেব্যু সিনেমার জন্য তরুণ পরিচালক কুসুম সিকদারকে উষ্ণ আলিঙ্গন, অভিনন্দন ও শুভেচ্ছা। ‘শরতের জবা’ টিমের জন্য শুভ কামনা। জয়তু বাংলা সিনেমা। জয়তু ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

 

এমএমএফ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *