রাত ৪:৪০ | মঙ্গলবার | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

লোকেরা বাজে প্রস্তাব দিতে ভয় পায় : সুবাহ

বিনোদন ডেস্ক
২১ এপ্রিল ২০২৫

 

 

মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে, লোকেরা বাজে প্রস্তাব দিতে তাকে ভয় পায়। সাক্ষাৎকারে শাহ হুমায়রা সুবাহ বলেন, ‘আমি এমন ঠোঁটকাটা যে, আমাকে বাজে লোকেরা বাজে মন্তব্য বাজে প্রস্তাব দিতে ভয় পায়।’

তার কথায়, ‘আমাকে আসলেই ভয় পায়। আমি চাই আমাকে ভয় পাক শ্রদ্ধা করুক। এখানে থেকে এ জায়গা থেকে এই ব্যক্তিত্ব নিয়ে যারা কাজ করাবে করবো যারা করাবেনা আল্লাহ হাফেজ।’

অভিনয়ের পাশাপাশি শাহ হুমায়রা সুবাহ শরীরের ফিটনেস নিয়েও বেশ সচেতন। তার ভাষ্যে, ‘অনেক ছিমছিমে শুকনো ছিলাম। ইদানীং ডায়েট মেইনটেন কম করছি। এজন্য হয়ত হেলদি হয়ে গেছি।’

শেষে বলেন, ‘আবার কিন্তু ডায়েট, জিম, ইয়োগা, করছি। ওই ভাবে বেশি শুকনা হতে চাইনা। মিডিয়াম ফিগারে থাকতে চাই।’

উল্লেখ্য, ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সুবাহ। রফিক শিকদার পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক শিপন মিত্র।

তিনি সিনেমার চেয়ে ব্যক্তিজীবন জীবন নিয়েই বরাবরই আলোচনায় এসেছেন। সাবেক ক্রিকেটার নাসিরের পর গায়ক ইলিয়াসের সঙ্গে সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্কও টেকসই হয়নি।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *