সকাল ৭:২৪ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরানের সাথে শহীদ আউয়ালের পরিবারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টম্বর ২০২৪

 

ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত ঢাকা মহানগর লেবার পার্টির সক্রিয় সদস্য শহীদ আউয়াল মিয়ার কন্যা আফসানা আক্তার আজ (শনিবার) বিকাল ৫টায় বাংলাদেশ লেবার পার্টির নয়াপল্টন কার্যালয়ে পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সাথে সাক্ষাৎ করতে আসেন।

এসময় লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান চৌধুরী মুকুল, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা মহানগর লেবার পার্টির সহ-সভাপতি মোঃ মাসুদ আলম পাটোয়ারী ও এনামুল হক উপস্থিত ছিলেন।

এ সময় ডাঃ ইরান বলেন, ছাত্র জনতার রক্তের দাগ এখনো শুকায়নি। শহীদ আউয়াল মিয়া জীবন উৎসর্গ করে আমাদের গনতন্ত্রিক পরিবেশ ও নতুন স্বাধীনতা দিয়েছেন। দেশ জাতি ও লেবার পার্টির নেতা-কর্মীরা এই আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। লেবার পার্টির নেতাকর্মীরা আউয়াল মিয়ার পরিবারের পাশে থাকবে, ইনশাআল্লাহ।

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *