স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫
ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার রোনালদো নাজারিওর মালিকানাধীন ক্লাব রিয়াল ভায়োদোয়িদ। খেলে স্পেনের সর্বোচ্চ লিগ লা লিগায়। কিন্তু এই দলটির এবার করুণ অবস্থা। বৃহস্পতিবার রাতে রিয়াল বেটিসের কাছে ৫-১ গোলে হারের পর লা লিগা থেকে অবনমন ঘটেছে রোনালদোর ক্লাবটির।
৩৩ ম্যাচ শেষে রিয়াল ভায়াদোয়িদের পয়েন্ট মাত্র ১৬। এই ৩৩ ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচে জয় পেয়েছে তারা। ৪টিতে করেছে ড্র। বাকি সবগুলোতে হার। সর্বশেষ ১৪ ম্যাচের ১৩টিতেই হেরেছে তারা। এবারের মৌসুমে সবচেয়ে বেশি ৮১টি গোল হজম করেছে ভায়াদোয়িদ। ম্যাচ প্রতি ২.৪৬ গোল হজম করেছে তারা। দিয়েছে মাত্র ২৪টি। গোলের ব্যবধানও সবচেয়ে বেশি তাদের, -৫৭টি।
রোনালদো ক্লাবটি কেনার পর গত সাত বছরে এ নিয়ে তৃতীয়বার অবনমন ঘটলো রিয়াল ভায়াদোয়িদের। জানা গেছে, রোনালদো ক্লাবটি বিক্রি করে দিতে চান এখন। রিয়াল ভায়াদোয়িদের সমর্থকরা রোনালদোর তুমুল সমালোচনা করছেন। তারা বলেন, কেনার পর থেকে ক্লাবকে পর্যাপ্ত সময় কিংবা পর্যাপ্ত মনযোগ- কোনোটাই দেননি রোনালদো।
চরম অস্থির একটা মৌসুম কাটালো রিয়াল ভায়াদোয়িদ। দু’জন ম্যানেজারকে বরখাস্ত করেছে এই ক্লাব। একজন দিয়েগো কক্কা এবং অন্যজন পাওলো পেজ্জোলানো। গত ফেব্রুয়ারিতে ক্লাবটির সাবেক ফুটবলার আলভারো রুবিও দায়িত্ব গ্রহণ করেন।
রিয়াল বেটিসের সঙ্গে বড় হারের পর রুবিও বলেন, ‘আমরা কোনো অজুহাত দাঁড় করাবো না। আমরা কোনোভাবেই প্রিমিয়ার লিগের মানে খেলার মত কোনো দল নই। আমাদেরকে অবশ্যই এর দায়-দায়িত্ব নিতে হবে এবং স্বীকার করতে হবে যে, আমরা কোনো ভালো কিছু করিনি। আমরা চেষ্টা করেছি ফিরে আসার এবং মৌসুমটা ভালোভাবে, সম্মানের সাথে শেষ করার।’
২০২০-২১ এবং ২০২২-২৩ মৌসুমের পরও অবনমন হয়েছিল ভায়াদোয়িদের। পরের মৌসুমে আবার উঠে আসে তারা; কিন্তু উন্নতি দেখাতে পারে না।
জ উ / এনজি