রাত ৪:১৩ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ইস্যু নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ‘রাজনীতি’ করেছে —-ফারুক

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ  ২০২৫

 

 

রোহিঙ্গা ইস্যু নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ‘রাজনীতি’ করেছে বলে অভিযোগ করেছেন জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কা্উন্সিলের সদস্য এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘‘ ড. মুহাম্মদ ইউনুস সাহেব জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আপনি কক্সবাজার গিয়েছে। জাতিসংঘের মহাসচিবকে আপনি বলে দেবেন শেখ হাসিনা এই রোহিঙ্গা নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে… টাকা। মন খুলে জাতিসংঘের মহাসচিবকে সব কিছু বলে দেন।”

চার দিনের জাতীয়সংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার বিকালে ঢাকায় আসেন। শুক্রবার সকালে তিনি কক্সবাজার পৌঁছেছেন সেখানে রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ‘বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় তপরতার ও অপপ্রচারের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ হয়।

‘এরা কারা ’

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘‘ আজো কেনো ছিনতাই হয়? আজো কেনো সচিবালয় আগুন লাগে? আজো কেনো আছিয়া ধর্ষিত হয়? প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব খোঁজ নিয়ে দেখুন এরা কারা? যাদের কাছে অবৈধ টাকা আছে, যারা এখনো আমাদের মতো সমাজে কিছু লোকের সাথে থেকে অর্থ দিয়ে এসব অঘটন করাচ্ছে।”

‘‘ এদের বিরুদ্ধে আপনাকে(অধ্যাপক মুহাম্মদ ইউনুস) লড়াই করতে হবে। এই লড়াইয়ে আপনি টিকবেন, এই লড়াইয়ে আপনার সাথে আমরা আছি।”

তিনি বলেন, ‘‘ সকল ঐক্য ধরে রাখতে হবে। এমন ঐক্য যে ঐক্যে আবু সাইয়িদ, মুগ্ধের রক্ত বৃথা যাবে না, যে রক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, যে ঐক্য মৃত ব্যক্তি আর কবর থেকে উঠে ভোট দেবে না। এমন ঐক্য চাই, যে ঐক্য হাইকোর্টের বিচার না পাইলে হাইকোর্টের সামনে ময়লাস্তুপ ফেলবে না, হাইকোর্টের এজলাশে লাথি মারবে না।”

‘নির্বাচন দিন’

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘‘ এরকম ঐক্য আমরা চাই যে ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশে অধ্যাপক মুহাম্মদ ইউনুস একটি নির্বাচন দিয়ে দেন। কারণ আপনি আর রাষ্ট্র চালাতে পারছেন বলে জনগন বলা শুরু করেছে। ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হলে প্রয়োজন নির্বাচন… সেই নির্বাচনের ব্যবস্থা করুন।”

‘হাসিনা দেশের সম্পদ লুট করেছে’

ফারুক বলেন, ‘‘ শেখ হাসিনা পালিয়ে গেছেন, পালিয়ে থাকেন। আপনি ১৮টি স্টিলের বাক্স করে বাংলাদেশের ধন-দৌলত-ডলার-রুবেল সব নিয়ে গেছেন। আপনার চামচারা, আপনার নির্যাতনকারী মন্ত্রীরা বাংলাদেশের সকল সস্পদ লুট করে নিয়ে গেছে।”

‘‘ বিদেশের মাটিতে আজকে আপনারা ফাইফ স্টারে থাকেন, বিদেশের মাটিতে ফ্ল্যাট ভাড়া করে থাকেন। ভিক্ষা করে তো খান না, কারো বাসায় তো থাকেন না। তাই আপনাদেরকে বলতে চাই, ১৮ কোটি মানুষের থেকে বিদায় নিয়েছেন ওখানেই(ভারত) থাকেন। যদি কোনো দিন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে।”

তিনি বলেন, ‘‘ জাতীয় প্রেসক্লাবের সামনে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবাদ করি, হাসিানাকে ফেরত পাওয়ার জন্য লেখালেখি করি। কেনো আপনারা(ভারত) ফেরত দেন না?”

‘‘ যদি সত্যিকার অর্থে আপনারা(ভারত) বাংলাদেশের মানুষকে ভালো বাসেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যদি সহযোহিতা করে থাকেন….. তাহলে নরেন্দ্র মোদি সরকার কোনোদিনও হাসিনা মতো ফ্যাসিস্টকে গণতন্ত্র হত্যাকারিনীকে, আয়নাঘর নির্মাণকারীকে সমর্থন দিতেন না।”

শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগও করেন বিএনপির এই নেতা।

নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল, শাহ মো. নেছারুল হক, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান, কৃষক দলের মামুনুর রশীদ খান প্রমূখ নেতারা বক্তব্য রাখেন।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *