রাত ১০:০৫ | সোমবার | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রোনালদো-ডুরান-মানের গোলে সেমিতে আল নাসর

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫

 

জাপানি ক্লাব ইয়োকোহামা এফ. মারিনোসকে ৪-১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে আল-নাসর। সৌদি প্রো লিগের ক্লাবটির হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, জন ডুরান ও সাদিও মানে।

গতকাল শনিবার রাতে প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রথমার্ধের প্রায় আধঘণ্টার সময় গোল করে আল-নাসরকে এগিয়ে দেন ডুরান। এর মাত্র চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে।

মূলত আল নাসরের ১২ মিনিটের ঝড়েই লন্ডভন্ড হয়ে যায় ইয়োকোহামা। যে ঝড়ে শেষ ধাক্কাটা দেন রোনালদো। ৩৮ মিনিটে গোল করেন পর্তুগিজ তারকা। মার্সেলো ব্রোজোভিচের শট ইয়োকোহামার গোলরক্ষকের বাধায় ফেরত এলে পাল্টা শটে গোল করেন সিআরসেভেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডুরান আবার গোল করে ব্যবধান ৪-০ করে দেন। এরপর ৫৩ মিনিটে ইয়োকোহামার কোটা ওয়াতানাবে একটি গোল শোধ করেন। তবে ওয়াতানাবের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের মাঝপথে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে তাকে মাঠ ছাড়তে হয়।

রোনালদো এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ পাঁচ ম্যাচেই (মোট ৭টি) গোল করেছেন। যা এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ম্যাচে টানা গোল করার রেকর্ড পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার।

রোনালদোর চেয়ে এগিয়ে আছেন কেবল আবদাররাজাক হামদাল্লাহ। আল-নাসরের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ২০১৯ সালের আগস্ট থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা ৮ ম্যাচে গোল করেছিলেন তিনি।

আল-নাসর এখন তৃতীয়বারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে, এর আগে ২০২০ ও ২০২১ সালে এই কৃতিত্ব অর্জন করেছিল দলটি।

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *