রাত ৮:১৮ | মঙ্গলবার | ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

রোনালদোর উচ্চতায় উঠে এমবাপে বললেন, ভেরি স্পেশাল

স্পোর্টস ডেস্ক

৩০ মার্চ ২০২৫

 

রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর শুরুতে একটু সংগ্রামই করতে হয়েছিলো কিলিয়ান এমবাপেকে। তবে দিন যত যাচ্ছে, ততই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। পরিণত হচ্ছেন একজন গোল মেশিনে। যার প্রমাণ রাখলেন শনিবার রাতেও, লেগানেসের বিপক্ষে। জোড়া গোল করেছেন তিনি এবং তার গোলে কোনোমতে লেগানেসকে ৩-২ গোরে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

এই জোড়া গোলে রিয়ালের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর উচ্চতায় উঠে এলেন এমবাপে। ছুয়ে ফেললেন তার নিজের আইডলকে। রিয়ারের হয়ে নিজের প্রথম মৌসুমে এরই মধ্যে রোনালদোর সমান ৩৩টি গোল করে ফেললেন তিনি।

২০০৯-১০ মৌসুমে রিয়ালে যোগ দিয়েই সব মিলিয়ে ৩৩টি গোল করেছেন সিআর সেভেন। এবার এরই মধ্যে সব ধরনের প্রতিযোগিতায় ৪৪ ম্যাচে ৩৩ গোল করেছেন এমবাপে। তার সামনে এখনও লিগে ৯ ম্যাচ বাকি। চ্যাম্পিয়ন্স লিগসহ আরও বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি।

রিয়ালে হয়ে এক মৌসুমে রোনালদো সর্বোচ্চ গোল করেছিলেন ৬১টি, ২০১৪-১৫ মৌসুমে। এমবাপের সামনে অনেক সুযোগ আছে, এই রেকর্ডটিও স্পর্শ করার।

তবে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমে সর্বোচ্চ ৩৭টি গোল করার রেকর্ড রয়েছে চিলিয়ান ফুটবলার ইভান জামোরানোর। ১৯৯২-৯৩ মৌসুমে এই রেকর্ড গড়েছিলেন তিনি। এমবাপে তার চেয়ে চার গোল পিছিয়ে। যত ম্যাচ হাতে আছে, তাতে এই রেকর্ডটা এককভাবে নিজের করার সম্ভাবনা রয়েছে এমবাপের।

ব্রাজিলের রোনালদো নাজারিও ২০০২-০৩ মৌসুমে রিয়ালে যোগ দিয়েই করেছিলেন ৩০টি গোল। তবে সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি যদিও এখনও ক্রিশ্চিয়ানো রোনালদোর নামে। তিনি ক্লাবের হয়ে ৪৫০টি গোল করেছেন।

ম্যাচ জিতে এমবাপে বলেন, ‘এটা (রোনালদোকে স্পর্শ করা) খুবই স্পেশাল আমার কাছে। রোনালদোর সঙ্গে এক জায়গায় নাম থাকলে ভাল লাগে। মাদ্রিদ এবং আমার জন্য তিনি কত বড় ফুটবলার তা সবাই জানে। আমাকে সব সময় পরামর্শ দেন তিনি। আমাদের এবার ট্রফি জয়ের দিকে নজর দিতে হবে।’

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *