রাত ১২:২৩ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রেসিপি: গোলাপি ডিমের আচার

লাইফস্টাইল ডেস্ক
০৪ অক্টোবর ২০২৪

 

 

ডিম আমরা প্রায়ই খেয়ে থাকি। কেউ রান্না করে, কেউ আবার খেয়ে থাকেন সিদ্ধ করে বা ভেজে। কিন্তু ডিমের আচার কখনো খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন, তবে আজই তৈরি করে ফেলুন সুস্বাদু ডিমের আচার। খেতে দারুণ এই আচারটি তৈরি করাও বেশ সহজ। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপিটি-

উপকরণ

৬টি ডিম (শক্ত সেদ্ধ এবং খোসা ছাড়ানো)

২টি বিট (টুকরা করে কাটা)

আধা কাপ ভিনেগার (সাদা বা অ্যাপল সাইডার)

আধা কাপ পানি

১/৪ কাপ চিনি

১ চা-চামচ লবণ

৯-১০ কোঁয়া রসুন

১টি গাজর, টুকরা করে কাটা

১টা পেঁয়াজ বড় টুকরা করে কাটা

৩-৪টি শুকনা মরিচ

২-৩টি বোম্বাই মরিচ (ঐচ্ছিক)

১ চা-চামচ আচার মসলা (ঐচ্ছিক)

পদ্ধতি

একটি সসপ্যানে বিট, ভিনেগার, পানি, চিনি, লবণ এবং আচারের মসলা মিশিয়ে নিন। মাঝারি আঁচে চিনি মিলিয়ে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ফুটে উঠলে মিশ্রণটি ঠাণ্ডা হওয়ার জন্য নামিয়ে রাখুন।

খোসা ছাড়ানো শক্ত-সিদ্ধ ডিম একটি পরিষ্কার বয়ামে রাখার সময় সাথে গাজর, পেঁয়াজ, মরিচ এবং রসুন এক সাথে মিশিয়ে রাখুন। এবার ঠাণ্ডা হয়ে যাওয়া ভিনেগার-বিটের মিশ্রণটি বয়ামের ডিমের ওপর ঢেলে দিন, যেন সেগুলো পুরোপুরি ডুবে যায়।

বয়ামটি ভালো ভাবে বন্ধ করে ঘরের তাপমাত্রায় অথবা ফ্রিজে রাখতে পারেন।

সর্বোত্তম স্বাদের জন্য ডিমগুলোকে কমপক্ষে ৪৮ ঘণ্টা সময় দিয়ে দ্রবণে ভিজিয়ে রাখতে হবে। এক মাস পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে এই আচার।গোলাপি এই ডিমের আচার সালাদে বা ‘গার্নিশ’ হিসেবে পরিবেশন করে খেতে পারেন।

 

টিআই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *