রাত ১১:১৩ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রিয়ালকে হারানোর পরদিনই দুঃসংবাদ পেল বার্সা

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫

 

 

 

গতরাতে রিয়ালকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। জয়ের রেশ কাটতে না কাটতেই দুঃসংবাদ পেল বার্সা। চোটে পড়েছেন ইনিগো মার্তিনেস।

মূলত হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন মার্তিনেস। এই চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। ধারণা করা হচ্ছে, এক মাসের বেশি সময়ের জন্য ছিটকে গেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে খেলার সময় চোট অনুভব করেন মার্তিনেস। ম্যাচের ২৯তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। এরপর আর এই ম্যাচে নামা হয়নি তার। এবার জানা গেল, আরো লম্বা সময় তাকে পাওয়া যাবে না।

স্প্যানিশ সংবাদমাধ্যম এসএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্তিনেসের ডান পায়ের ফিমোরাল বাইসেপসে পেশি ছিঁড়ে গেছে। আরো পরীক্ষা বাকি আছে তার। এসব কিছু সম্পন্ন হলে তার চোটের বিস্তারিত এবং ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে তা নির্দিষ্ট করে বলা যাবে।

এই মৌসুমে দলের অন্যতম সেরা পারফর্মার মার্তিনেস। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৮ ম্যাচের ২৭টিই তিনি খেলেছেন।

মার্তিনেসের চোটের ম্যাচে অবশ্য রিয়ালকে উড়িয়ে দিয়েছে বার্সা। কার্লো আনচেলত্তির শিষ্যদের ৫-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে তারা।

 

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *