বিনোদন ডেস্ক
৬ মার্চ ২০২৫
রমজানে নতুন একটি ইসলামী গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। গানটির শিরোনাম ‘দ্বীনের পথে রোজার সাথে’। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর করেছেন আমিরুল মোমেনীন মানিক।
জানা গেছে, গানটি ভিডিওসহ প্রকাশ হয়েছে হামদর্দ টিভি, মানিক মিউজিকসহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও নির্মাণ করেছেন আলম মোরশেদ।
নতুন গান নিয়ে ইমরান বলেন, ‘একেবারেই আলাদা ধরনের একটি কাজ। গানটির কথা-সুর বেশ মনে ধরেছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার।’
উল্লেখ্য, ইমরান মাহমুদুলের অধিকাংশ গানই রোম্যান্টিক ধাঁচের। বলা বাহুল্য, এসব গানে রীতিমতো শ্রোতাদের কাছে প্রেমিক অবতারে ধরা দেন তিনি। ফলে ভক্তদের কাছে প্রেমময় একটা ইমেজ গড়ে উঠেছে ইমরানের।
সেই ইমেজটা এবার ফিকে হলো রমজানের বিশেষ আবহে গানটি প্রকাশের মধ্য দিয়ে।
জা ই / এনজি