রাত ৪:১৯ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

যে কারণে সৌদির ৬০০০ কোটি টাকার লিগের বিরোধিতায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৫

 

 

অনেক বড় বাজেট নিয়ে বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ চালুর পরিকল্পনায় নেমেছে সৌদি আরব। অস্ট্রেলিয়ার সাবেক এক ক্রিকেটারের এই পরিকল্পনার পেছনে প্রায় ৬০০০ কোটি টাকা বিনিয়োগ করবে সৌদি আরব। এজন্য তারা আইসিসির অনুমোদনের অপেক্ষায় যোগাযোগ চালিয়ে যাচ্ছে। তবে এমন গোপন পরিকল্পনার বিষয় ছড়িয়ে পড়তেই বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নের কোনো ‘সুযোগ কিংবা চাহিদা’ নেই বলে মন্তব্য করেছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড। সম্প্রতি ইংল্যান্ডের আট দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’–এ বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে ২৪২৮১ কোটি টাকা (২ বিলিয়ন ডলার)। অর্থাৎ, ইংলিশ এই টুর্নামেন্টের বড় প্রজেক্টের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক হয়ে উঠতে পারে সৌদি আরবের লিগটি। কেবল হান্ড্রেড-ই নয়, বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই সৌদি-অস্ট্রেলিয়ার পরিকল্পনার বিরূপ প্রভাব পড়তে পারে। দাপট কমতে পারে আইপিএলেরও!

সব বিষয় বিবেচনায় নিয়েই ইসিবি কর্মকর্তা গুল্ড যুক্তি দেখিয়েছেন, ‘আন্তর্জাতিক ক্যালেন্ডারের ব্যস্ততা, বিশ্বজুড়ে ইতোমধ্যে বিদ্যমান ফ্র্যাঞ্চাইজি লিগ এবং সে কারণে খেলোয়াড়দের ওয়ার্কলোড নিয়ে উদ্বেগের বিষয় রয়েছে। সে কারণে এই (সৌদি আরবের) ধরনের কোনো ধারণার বাস্তবায়নের সুযোগ কিংবা চাহিদা থাকতে পারে না। এ ধরনের আয়োজনে আমাদের সমর্থন নেই।’

এটি ঠিক যে বিশ্বজুড়ে নানা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ও আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে ক্রিকেটারদের শারিরীক ধকল বাড়ছে। একইসঙ্গে তৈরি হচ্ছে ইনজুরির ঝুঁকিও। ওয়ার্কলোড বিবেচনায় আইপিএলেও নাম দিয়েও পরবর্তীতে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন হ্যারি ব্রুক। যে কারণে তাকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে, অজি অধিনায়ক প্যাট কামিন্সের ম্যানেজার নিল ম্যাক্সওয়েল এবং অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন সৌদির এই গ্লোবাল লিগ আন্তর্জাতিক সূচির মাঝে আয়োজনে নতুন সমাধানও দেখিয়েছে।

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ বলেছিল, ৮টি দল নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে অনেকটা টেনিসের গ্র্যান্ডস্ল্যামের আদলে। যেখানে বছরের বিভিন্ন সময়ে চারটি ভিন্ন স্থানে ম্যাচ অনুষ্ঠিত হবে। টেনিসের গ্র্যান্ডস্ল্যাম প্রতিযোগিতাগুলো ‘অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন’ বছরে চারবার অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি মাথায় রেখে নতুন টি-টোয়েন্টি লিগটিও এমনভাবে আয়োজন করা হবে, যাতে বিদ্যমান আন্তর্জাতিক ম্যাচ ও টি-টোয়েন্টি লিগগুলোর (আইপিএল, পিএসএল, বিপিএল বা বিগ ব্যাশ) সঙ্গে সংঘর্ষ না হয়।

সংবাদমাধ্যমটির তথ্যমতে– সৌদি আরবের ‘এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস’ নতুন টি-টোয়েন্টি লিগের প্রধান বিনিয়োগকারী হবে। এজন্য তাদের বরাদ্দ প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬,০৭০ কোটি টাকা)।

 

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *