ক্রীড়া প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৫
জাতীয় দলসহ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা বলতে গেলে ব্যস্ত সময় পার করছেন। মে মাসের শুরুতেই ‘এ’ দলের সিরিজ রয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে। দেশ দুটির ‘এ’ দলের এই সিরিজ শুরু হবে আগামী ১ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। এরপর তারা চারদিনের দুটি টেস্ট ম্যাচ খেলবে। সে উপলক্ষ্যে আজ প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আসন্ন সিরিজে খেলার সুযোগ পেয়েছেন চলমান ডিপিএলে ভালো পারফর্ম করা খেলোয়াড়রা। যদিও এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেটশিকারি স্পিনার রাকিবুল হাসান নেই বাংলাদেশ ‘এ’ দলে। টাইগার এই স্পিনার কেন দলে নেই ঢাকা পোস্টকে তার ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
তিনি বলেন, ‘এ দলের সিরিজের জন্য তানভীরকে একটু দেখার দরকার আছে, পাকিস্তানে যাওয়ার আগে। আর রাকিবুল থাকবে এইচপিতে। সেখানেও সে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারবে। তার সুযোগ শেষ হয়ে যাচ্ছে না, সে নজরে আছে। আর সাউথ আফ্রিকার ইমার্জিং টিম আসবে, সেখানেও সে খেলবে।’
প্রসঙ্গত, ডিপিএলে ১৩ ম্যাচে ২৩ উইকেট পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিনও ঘোষিত এই দলে নেই। মূলত টিম কম্বিনেশনের কারণে দলে নেই বর্তমানে জাতীয় দলের অনিয়মিত এই অলরাউন্ডার।
জ উ / এনজি