ভোর ৫:৫৬ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা বিএনপি’র

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই ২০২৪

 

বিলুপ্তির ২৫ দিনের মাথায় জাতীয়তাবাদী যুব দলের নতুন ছয় সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বিএনপি।

আজ মঙ্গলবার (০৯ জুলাই) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

নবগঠিত দলের কেন্দ্রীয় আংশিক কমিটির সভাপতি হয়েছেন আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। মুন্না বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এবং নয়ন জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নতুন আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তিতে জাতীয়তাবাদী যুব দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হবে।

গত ১৪ জুন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহু কবির রিজভী স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সুলতান সালাউদ্দিন টুকু ও এম মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন যুব দলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়।

২০২২ সালের ২২ মে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের আংশিক কমিটি দেয় বিএনপি। এর ৯ মাস পর ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছিলো।

এসএম / এন জি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *