যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। শুক্রবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জানা গেছে, ১২ দলীয় জোটের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেন জোটের প্রধান জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহ্সানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান, জাগপার ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান।
বিএনপির পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এরপর জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফতে ইসলামির সঙ্গে বৈঠক করেছে বলে জানান শায়রুল কবির।
বিএনপির সূত্র বলেছেন, বৈঠক আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানান ইস্যুতে করণীয় নিয়ে আলোচনা হবে।
এর আগে খেলাফত মজলিসের সাথি বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এছাড়া ইসলামি আন্দোলন অফিসে গিয়ে বৈঠক করে আসে বিএনপির মহাসচিব।
টি আই/ এনজি