দুপুর ২:১৪ | মঙ্গলবার | ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, বাঁচেনি যাত্রীদের কেউ

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ ২০২৫

 

 

যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি আবাসিক এলাকায় ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়ে বসতবাড়িতে আঘাত হেনেছে। শনিবার (২৯ মার্চ) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে আইওয়া থেকে উড্ডয়ন করা এই প্লেনটি ব্রুকলিন পার্কের একটি বাড়িতে আছড়ে পড়ে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এসব তথ্য নিশ্চিত করেছে।

এই দুর্ঘনা এমন একটি সময়ে হলো, যখন সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি প্লেন দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ফেডারেল এজেন্সিগুলোতে বাজেট কাটছাঁটের পর শতাধিক বিমান নিরাপত্তা কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

ব্রুকলিন পার্ক ফায়ার বিভাগের প্রধান শন কনওয়ে জানান, প্লেনটিতে যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই। তবে বিমানটি যে বাড়িতে আঘাত হেনেছে, সেখানকার বাসিন্দাদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাছাড়া প্লেনে কতজন যাত্রী ছিল তা এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ তদন্ত করতে মিনেসোটায় যাচ্ছে। সংস্থাটি রোববার (৩০ মার্চ) তদন্ত শুরু করবে বলে জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজটি বাড়িতে আঘাত হানার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। স্থানীয় ফায়ার বিভাগের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

মিনেসোটার গভর্নর টিম ওয়াল্টজ বলেন, আমার দল ব্রুকলিন পার্কের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে ও আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রথম প্রতিক্রিয়াকারীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

 

সূত্র: বিবিসি/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *