রাত ৮:২৪ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে আবারও একসঙ্গে হবেন মেসি-নেইমার-সুয়ারেজ!

স্পোর্টস ডেস্ক

০৮ জানুয়ারি ২০২৫

 

 

বিখ্যাত এমএসএন জুটি। লিওনেল মেসি, নেইমার ডি সিলভা জুনিয়র এবং লুইস সুয়ারেজ- বার্সেলোনায় যখন এই ত্রয়ী জুটি বেধেছিলো, তখন প্রতিপক্ষ তাদের সামনে খড়-কুটোর মত উড়ে গিয়েছিলো। কিন্তু হঠাৎ করে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর ভেঙে যায় পৃথিবীর সবচেয়ে ধারালো আক্রমণভাগ।

তবে, ২০২১ সালে আবার পিএসজিতে একসঙ্গে হন মেসি এবং নেইমার। সুয়ারেজ থেকে যান বাইরে। ২০২৪ সালে এসে যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে একসঙ্গে যুক্ত হন মেসি ও সুয়ারেজ। নেইমার থেকে গেলেন বাইরে।

কে না জানে, মেসি নেইমার ও সুয়ারেজের সম্পর্ক কতটা বন্ধুত্বের। সেই বন্ধুত্বের টান আবারও কী এক করে দেবে এই তিনজনের চলার পথ? সে সম্ভাবনা আবার দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে আবারও একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে পারেন মেসি-নেইমার-সুয়ারেজ বা এমএসএন।

৩২ বছর বয়সী নেইমারের সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের জুনেই। জোরালো গুঞ্জন রয়েছে, টানা ইনজুরির কারণে খেলতে না পারায় আল হিলাল আর ব্রাজিলিয়ান এই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি নয়। তেমনটা হলে, মৌসুম শেষে কী করবেন নেইমার? তিনি কী যুক্তরাষ্ট্রে গিয়ে মেসি-সুয়ারেজের সঙ্গে খেলবেন?

সাবেক দুই সতীর্থের সঙ্গে পূনর্মিলনের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে নেইমার সরাসরি কোনো উত্তর দেননি। শুধু বলেছেন, ‘ফুটবল হলো অনিশ্চয়তার আধার। যে কোনো কিছুই হতে পারে।’

সৌদি আরবে যাওয়ার পর থেকে গোড়ালি এবং হাঁটুর ইনজুরিতে ভুগতে শুরু করেন। এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর গত অক্টোবর-নভেম্বরে ফিরেছিলেন। কিন্তু আবারও ইনজুরিতে পড়ে মাঠের বাইরে রয়েছেন তিনি।

মেসি-সুয়ারেজের সঙ্গে জুটি বাধা নিয়ে সিএনএনকে নেইমার বলেন, ‘মেসি এবং সুয়ারেজের সঙ্গে খেলার সুযোগ পাওয়াটা হবে অবিশ্বাস্য। তারা দু’জন আমার ঘনিষ্ট বন্ধু। এখনও আমরা একে অপরের সঙ্গে কথা বলি। আবারও যদি এই ত্রয়ী একসঙ্গে হতে পারে, তাহলে তা হবে অসাধারণ একটি বিষয়।’

তাহলে কী আল হিলাল ছেড়ে দিচ্ছেন কিংবা আপনি আল হিলালে সুখি নন? নেইমার বলেন, ‘আল হিলালে এবং সৌদি আরবে আমি খুবই ভালো আছি। তবে, কে না জানে, ফুটবল হলো সম্পূর্ণ চমকে ভর্তি।’

নেইমার একই সঙ্গে জানিয়ে রাখলেন, ২০২৬’ই হতে পারে তার শেষ বিশ্বকাপ। যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। নেইমার বলেন, ‘আমি চেষ্টা করবো, ওখানে থাকার। আমি জানি, ওটা হতে পারে আমার শেষ বিশ্বকাপ, আমার শেষ শট এবং বা আমার শেষ সুযোগ। আমি যদি খেলতে পারি, তাহলে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।’

 

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *