রাত ৮:১৯ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মোটরসাইকেল শোডাউন : ‘সন্তোষজনক ব্যাখ্যা না দিলে বিএনপি নেতা শামীমের শাস্তি’

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৫

 

 

 

দলীয় নির্দেশনা অমান্য করে নোয়াখালীর হাতিয়ায় মোটরসাইকেল শোডাউন করায় বিএনপির চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে শামীমকে শোকজ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠি প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে শামীমকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) প্রায় হাজারখানেক মোটরসাইকেল নিয়ে শোডাউন করায় দ্বীপ উপজেলা হাতিয়ার রাস্তায় দেখা দেয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জনসভার আগে শামীমের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। অথচ এ ধরনের সভা-সমাবেশ এবং মোটরসাইকেল শোভাযাত্রা না করার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দিয়েছে বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, জনগণের দুর্ভোগ হয়- এমন কোনো কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দিয়েছে বিএনপির হাইকমান্ড। বিশেষ করে কোনো প্রকার বিলবোর্ড টানানো এবং নেতাদের শোডাউন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এ সংক্রান্ত এক নির্দেশনা দলের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হয়।

এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে শোডাউন করায় এরই মধ্যে শোকজ করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে।

এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর একই অপরাধে খুলনা জেলার কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল, নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দীন রাজিব এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *