ভোর ৫:১৫ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মেসির দেহরক্ষীকে নিষিদ্ধ ঘোষণা

স্পোর্টস ডেস্ক

০১ এপ্রিল ২০২৫

 

 

গেল ২০ মাস ধরে লিওনেল মেসির পাশে ছায়ার আছেন ইয়াসিন চুকো। দিনের ২৪ ঘণ্টাই মেসির নিরাপত্তা রক্ষায় ব্যস্ত থাকেন তিনি। আর্জেন্টাইন তারকার এ দেহরক্ষীকে এবার দুঃসংবাদ দিলো মেজর লিগ সকার (এমএলএস)।

আমেরিকান নৌবাহিনীতে কাজ করা ইয়াসিনকে নিষিদ্ধ করেছে এমএলএস কর্তৃপক্ষ। যার ফলে এখন থেকে ইন্টার মিয়ামির ম্যাচে সাইডলাইনে থাকতে পারবেন না ইয়াসিন। এই নিষেধাজ্ঞা এমএলএস ও কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ক্ষেত্রে প্রযোজ্য।

এমএলএস সিদ্ধান্ত নিয়েছে, মাঠে তারা নিজেরাই মেসির নিরাপত্তার দায়িত্ব নেবে। তবে লকার রুম ও মিক্সড জোনে মেসির নিরাপত্তায় থাকতে পারবেন ইয়াসিন।

ইয়াসিনকে নিষিদ্ধ করার খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ও গোল ডট কম।

সাবেক এক বক্সারকে নিষিদ্ধের কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, মেসির সঙ্গে অপ্রত্যাশিত কিছু ঘটলেই মাঠে ঢুকে পড়েন ইয়াসিন। গত বছর মেক্সিকান ক্লাব মোন্তেররেইয়ের বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে চোটে পড়ে মেসি। ওই সময় মাঠে ঢুকে রেফারির সিদ্ধান্ত নিয়ে মোন্তেররেই কোচের সঙ্গে তর্কে জড়ান ৩৫ বছর বয়সী ইয়াসিন।

এমএলএসের সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন ইয়াসিন। তিনি বলেন, ‘আমি ইউরোপে ৭ বছর ধরে লিগ অ্যাঁ ও চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি। সেখানে মাত্র ৬ জন দর্শক মাঠে ঢুকেছিল। আমি যুক্তরাষ্ট্রে এসেছি। কিন্তু এখানে মাত্র ২০ মাসের মধ্যে ১৬ জন মাঠে ঢুকতে পেরেছে। এখানে বড় সমস্যা রয়েছে—আমি সমস্যা নই, আমাকে মেসির নিরাপত্তা দিতে দিন।’

উল্লেখ্য, মেসির পরিবারের নিরাপত্তায় ইয়াসিনের নেতৃত্বে ৫০ জনের একটি দল কাজ করছে।

 

জ উ/এনজি

এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *