রাত ১০:৫০ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মেয়ের মুখ না দেখানোর অনুরোধ রণবীর-দীপিকার

বিনোদন ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪

 

সন্তানের মুখ প্রকাশ্যে আনা নিয়ে বলিউড তারকাদের অনেকের মধ্যেই একরকম অনিচ্ছা দেখা গেছে। আনুশকা-বিরাট দম্পতি যেমন একেবারেই দেখাতে চান না তাদের দুই সন্তানের মুখ। আবার এদিকে রণবীর কাপুর-আলিয়া ভাট নাকি পাপারাজ্জিদের ডেকে প্রকাশ্যে এনেছিলেন তাদের কন্যা সন্তানকে।

এবার সেই পথে হাঁটলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তবে মেয়ে দুয়ার মুখ দেখালেন শুধুই পাপারাজ্জিদের কাছে। সঙ্গে তাদের অনুরোধ করেন, মেয়ের ছবি যেন না তোলেন তারা!

সাধারণত বিমান বন্দরে পা রাখলেই তারকাদেরকে ক্যামেরা-লেন্সে শিকার করেন পাপারাজ্জিরা। তারা কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন সবই খবর থাকে ছবি শিকারিদের কাছে। সোশ্যাল মিডিয়ার হাত ধরে অনুরাগীদের কাছে পৌঁছাতে এই ছবি শিকারিদের গুরুত্ব কিন্তু হেলাফেলা করেন না তারকারা। আর তাই তো, মুম্বাইয়ের জনপ্রিয় পাপারাজ্জিদেরকে নিজের বাড়িতে ডেকে দুয়ার সঙ্গে আলাপ করালেন রণবীর ও দীপিকা।

পাপারাজ্জিরা জানিয়েছেন, দীপিকার মেয়ে একেবারেই ছোট্ট দীপিকা। মায়ের মতোই তার মুখের গড়ন। এমনকি, চোখ দুটিও একেবারে দীপিকার মতো।

চলতি বছর ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তাদের সন্তান। গত ৮ সেপ্টেম্বর দীপিকার কোল জুড়ে আসে কন্যা সন্তান। মেয়ে হওয়ার পর ক্যামেরার সামনে থেকে দূরেই ছিলেন তিনি। মেয়ে দুয়াকে ক্যামেরা থেকে দূরে রাখলেও, বেঙ্গালুরুতে দিলজিতের শো-এর হাত ধরেই মা হওয়ার পর প্রথম ক্যামেরার সামনে এসেছিলেন রণবীর সিং ঘরনি দীপিকা।

 

 

ডিএ/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *