সকাল ১০:০৪ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মিয়ানমারে জানুয়ারির মধ্যে নির্বাচন হতে পারে: জান্তা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৫

 

মিয়ানমারে চলতি বছরের ডিসেম্বরে বা আগামী জানুয়ারিতে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর এটিই হবে মিয়ানমারে প্রথম নির্বাচন।

শনিবার (৮ মার্চ) রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জেনারেল মিন অং হ্লাইংকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

জান্তা প্রধান বলেছেন, আমরা ২০২৫ সালের ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছি।

এর আগে শুক্রবার বেলারুশে রাষ্ট্রীয় সফরকালে তিনি বলেন, ভোট অবাধ ও সুষ্ঠু হবে। ৫৩টি রাজনৈতিক দল অংশগ্রহণের জন্য তাদের তালিকা জমা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মিনস্কে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আমরা বেলারুশের পর্যবেক্ষক দলগুলোকেও নির্বাচন পর্যবেক্ষণ করতে আমন্ত্রণ জানাচ্ছি।

মিয়ানমারে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ৮ নভেম্বর। সেবার জয়ী হয়ে সরকার গঠন করেছিল দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এরপর ২০২১ সালের ১ নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

ওই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং। অভ্যুত্থানের পর গঠিত সামরিক সরকারের প্রধানও হন তিনি।

 

সূত্র: এএফপি/ শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *