সকাল ১১:৪৫ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মার্শাল আইয়ুবের দৃঢ়তায় অগ্রণী ব্যাংকের জয়

বিশেষ সংবাদদাতা

১৩ মার্চ ২০২৫

 

 

কাগজে-কলমে তুলনামূলক শ্রেয় লাইনআপ নিয়েও প্রাইম ব্যাংক যা পারেনি, অগ্রণী ব্যাংক তা করে দেখালো। লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, গাজী গ্রুপ ও মোহামেডানের সঙ্গে সমান তৃতীয় জয় তুলে নিয়েছে অফিস পাড়ার দল অগ্রণী ব্যাংক। আজ বৃহস্পতিবার বিকেএসপি ৪ নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে ইমরুল কায়েসের দল।

শুরুতে অর্ধেক কাজ করে দিয়েছেন অগ্রণী ব্যাংকের বোলাররাই। পেসার রবিউল হকের সঙ্গে চার স্পিনার; দুই বাঁহাতি আরিফ আহমেদ ও তাইবুর রহমান এবং দুই অফস্পিনার নাইম হাসান ও শুভগত হোমের সাড়াশি বোলিং আক্রমণে মাত্র ১১৫ রানে অলআউট হয় ধানমন্ডি। এতেই ম্যাচ চলে যায় অগ্রণী ব্যাংকের নিয়ন্ত্রণে।

১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮.৫ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হাতে রেখে জয় পায় অগ্রণী ব্যাংক।

ব্যাট হাতে মিডল অর্ডারে অলরাউন্ডার মইন খানের ৩৫ রানের ইনিংসটিই সর্বোচ্চ ধানমন্ডি ক্লাবের। ওপেনার আশিকুর শিবলী (২), জাকিরুল আহমেদ জেম (১৯), ফজলে রাব্বি (১), ইয়াসির আলী (১), সাঞ্জামুল ইসলাম (১৮), নুরুল হাসান সোহান (২২) ও জিয়া রহমানসহ (২) সব প্রতিষ্ঠিত ব্যাটারই ব্যর্থতার ঘানি টেনেছেন।

সহজ জয় পেলেও একটা পর্যায়ে ধুঁকছিল অগ্রণী ব্যাংক। শুরুর ব্যর্থতায় ২৬ রানে ৩ উইকেট খোয়ায় তারা। এরপর দলীয় ৫৩ রানে বিদায় নেন ৪ টপঅর্ডার। ফেরত যান দুই ওপেনার ইমরানউজ্জামান (১৮ বলে ১১) ও (৫৮ বলে ১৮), অধিনায়ক ইমরুল কায়েস (০) ও অমিত হাসান (২)।

ওই বিপদে মিডল অর্ডারে অভিজ্ঞ মার্শাল আইয়ুব দলের হাল ধরেন। ৯২ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫১ রানের হার না মানা ইনিংস উপহার দিয়ে অগ্রণী ব্যাংককে জিতিয়ে বিজয়ীর বেশে সাজঘরে ফেরেন মার্শাল। তার সঙ্গে আরেক সিজনড প্লেয়ার তাইবুর রহমান (৪৩ বলে ২২) রাখেন কার্যকর অবদান। এই জুটিতে ওঠা ৪৬ রানেই জয়ের খুব কাছে পৌঁছে যায় অগ্রণী ব্যাংক।

ধানমন্ডি ক্লাব: ৩৩.৫ ওভারে ১১৫ (আশিকুর ২, জেম ১৯, ফজলে রাব্বি ১, ইয়াসির আলী ১, সাঞ্জামুল ১৮, সোহান ২২, মইন খান ৩৫; রবিউল হক ৪/১৪, আরিফ আহমেদ ২/১১, তাইবুর রহমান ২/২৪, নাইম হাসান ১/২৯, শুভগত ১/২৪)।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

অগ্রণী ব্যাংক: ৩৮.৫ ওভারে ১২০/৫ (ইমরানউজ্জামান ১১, সাদমান ইসলাম ১৮, মার্শাল আইয়ুব ৫১*, তাইবুর রহমান ২২, শুভগত হোম ৯*; হাসান মুরাদ ২/৩০, এনামুল হক এনাম ১/২৫, মইন খান ১/১৯ , ফজলে রাব্বি ১/৮)।

 

ফল: অগ্রণী ব্যাংক ৫ উইকেটে জয়ী।

 

টি আই/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *