রাত ৪:৪২ | শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মার্চে খেলবে আর্জেন্টিনা-ব্রাজিল, জানা গেল ম্যাচের দিনক্ষণ

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫

 

 

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আগামী মার্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার দুই ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল। মার্চের ফিফা উইন্ডোতে তাদের দেখা হচ্ছে। সম্প্রতি এই ম্যাচের দিনক্ষণ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

আগামী ২৬ মার্চ ঘরের মাঠে এস্তাদিও মনুমেন্তালে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

অবশ্য ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে খেলতে হবে লিওনেল মেসিদের। সে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ মার্চ। উরুগুয়ের সেন্তেনারিও স্টেডিয়ামে সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

১২ ম্যাচ থেকে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে এখন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

প্রসঙ্গত, ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে ৪৮ দল। এর ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের স্লটও বেড়েছে। এবার এ মহাদেশ থেকে ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আর সাত নম্বরে থাকা দল পাবে প্লে-অফ জিতে মূল পর্বে যাওয়ার সুযোগ।

 

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *