দুপুর ২:০২ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মায়ামির সঙ্গে শেষ হচ্ছে মেসির চুক্তি, মেয়াদ বাড়াবে ক্লাব?

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৫

 

 

লিওনেল মেসির ছোঁয়ায় বদলে গেছে ইন্টার মায়ামি। চলতি আসরে আমেরিকার লিগ জয়ের বড় দাবিদার তারা। ইতোমধ্যেই ইন্টার মায়ামিকে ক্লাবের প্রথম ট্রফি এনে দিয়েছেন মেসি। সেই মেসির বর্তমান চুক্তি শেষ হওয়ার পথে। ডেভিড বেকহামের ক্লাবের সঙ্গে কি চুক্তির মেয়াদ বাড়াবেন মেসি?

২০২৩ সালের জুলাই মাসে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। ২০২৫ সালের জুলাইয়ে সেই চুক্তি শেষ হওয়ার কথা। জানা গেছে, মেসিকে রাখতে মরিয়া মায়ামি। এ প্রসঙ্গে তার সঙ্গে কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে।

‘দ্য অ্যাথলেটিক’ ওয়েবসাইট জানিয়েছে, কয়েকটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। সেটা চূড়ান্ত হয়ে গেলেই মেসি নতুন চুক্তিতে সই করবেন। তবে মেসি যে মায়ামিতে থাকছেন সেটা অনেকটাই নিশ্চিত। চুক্তির মেয়াদ আর আনুষ্ঠানিকতার অপেক্ষা এখন মায়ামি ভক্তদের।

এ প্রসঙ্গে মায়ামির অন্যতম মালিক জর্জ মাস বলেন, ‘তারকারা সব এক জায়গায় এসেছে। ক্লাব একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। মেসি থাকবে কি না সেটা সম্পূর্ণ তার সিদ্ধান্ত। তবে আমার আশা, ২০২৬ সালে আমাদের নতুন স্টেডিয়ামে মেসিই আমাদের দলকে নেতৃত্ব দেবে।’

এখন চেস স্টেডিয়ামে খেলে ইন্টার মায়ামি। পরের বছর থেকে মায়ামি ফ্রিডম পার্কে খেলবে তারা। সেই মাঠে মেসিকে দেখা যাবে বলে আসা জর্জের।

জানা গেছে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মেসির চুক্তিবৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে। এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছেন মেসি। মায়ামির হয়ে ৪৮টি ম্যাচে ৪২টি গোল ও ২১টি অ্যাসিস্ট করেছেন তিনি।

 

 

জ উ/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *