রাত ১০:৫৯ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মামলায় হেরে গেলেন নয়নতারা, ধানুশের বড় জয়

বিনোদন ডেস্ক

২৯ জানুয়ারি ২০২৫

দক্ষিণ ভারতীয় সিনেমার লেডি সুপারস্টার নয়নতারার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বড় জয় পেলেন অভিনেতা ধানুশ। মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি নয়নতারার পক্ষে করা নেটফ্লিক্স ইন্ডিয়ার আবেদন খারিজ করে দিয়েছে।

এই মামলার সূত্রপাত হয় যখন নয়নতারার ‌‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’ নামের ডকুমেন্টারিতে ধানুশ প্রযোজিত ‘নাম রাউডি ধান’ ছবির ৩ সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহৃত হয়। ধানুশ এই বিষয়ে কপিরাইট লঙ্ঘন অভিযোগে মামলা করেন।

গত বছরের নভেম্বরে দায়ের করা মামলায় নয়নতারার স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করা

ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারবার ফিল্মস’ নেটফ্লিক্স ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান লস গাটোস প্রোডাকশন সার্ভিসেস ইন্ডিয়া এলএলপির বিরুদ্ধে তামিলনাড়ুতে মামলা করার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছিল।

ধানুশের আইনজীবী এক বিবৃতিতে জানান, ‘কপিরাইট লঙ্ঘন করে আমার ক্লায়েন্টের ‘নানাম রাউডি ধান’ সিনেমার ফুটেজ
নয়নতারার তথ্যচিত্রে ব্যবহৃত হয়েছে। এই ফুটেজ ২৪ ঘণ্টার মধ্যে সরাতে হবে। অন্যথায় ধানুশ আইনি পদক্ষেপ নেবেন এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করবেন।’

তখন নয়নতারার পক্ষ থেকে ইনস্টাগ্রামে এক খোলা চিঠি প্রকাশ করা হয়। সেখানে তিনি ধানুশের ক্ষতিপূরণ দাবিকে ‘অত্যন্ত নিচু মানসিকতা’ হিসেবে বর্ণনা করেছেন। চিঠিতে তিনি শাহরুখ খান, চিরঞ্জীবী, রাম চরণ এবং অন্যান্য প্রযোজকদের ধন্যবাদ জানান, যারা তাদের সিনেমার ফুটেজ ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং তাকে সহযোগিতা করেছেন।

 

 

 

 

জা ই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *