রাত ৪:৩৯ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মানুষ হত্যাকারী আ’লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই—বিএনপি

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট ২০২৪

 

কোনও দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেউ সন্ত্রাসী কার্যক্রম বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি। বুধবার রাজধানীর বিভিন্ন স্পটে জনসংযোগ ও অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ একথা বলেন।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজ ছেলে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তারা ষড়যন্ত্র করছে দেশে কোনোভাবে নৈরাজ্য, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর। তাদের এসব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। গতকাল দুপুরে রাজধানীর সদরঘাট এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে ইশরাক বলেন, নেতাকর্মীদের রেখে আপনাদের নেত্রী তো পালিয়ে গেছেন। এখন ষড়যন্ত্র করে দেশে দাঙ্গা-হাঙ্গামা করে কী করবেন। এসময় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি সুমন ভূইয়াসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে একটি বদ্ধভূমিতে পরিণত করেছিল বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, কোনো স্বৈরাচারী সরকার নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে না। তার প্রকৃত উদাহরণ শেখ হাসিনা। বুধবার শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর মালিবাগ থেকে প্রায় হাজার খানেক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড় হয়ে নয়াপল্টন পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। তিনি বলেন, ছাত্ররা প্রমাণ করেছে, কোনো স্বৈরাচারী সরকার নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে না। তাদের এ সাফল্য বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এসময় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, শেখ হাসিনা পালিয়েছে। এত বছর গুমের আতঙ্কে ছিলাম আমরা। অসংখ্য নেতাকর্মী ও সাধারণ জনগণকে হত্যা করেছে শেখ হাসিনা। লুটপাট, দূর্নীতি গুম, খুন ত্রাসের রাজত্ব কায়েম করেছিল স্বৈরাচার হাসিনা।

এ সময় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন ।
রাজধানীর হাজারীবাগে এক মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতন হলেও ভিনদেশীয় ইন্ধনে তাদের প্রেতাত্মা ও দোসররা নানা রকম অপকর্ম ও চক্রান্তে লিপ্ত। বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা সৃষ্টি করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে। এ সময় মজিবুর রহমান মজু, আবুল খায়ের লিটন, খালিদ হাসান জ্যাকিসহ হাজারীবাগ থানা এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের মাটিতে মানুষ হত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, রাজনীতি করার অধিকার সবার রয়েছে। কিন্তু আওয়ামী লীগ, যারা স্বৈরাচারী করেছে, মানুষ হত্যা করেছে- তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।##

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *